আইনশৃঙ্খলার পাশাপাশি মানবিকতার ক্ষেত্রেও উজ্জ্বল দৃষ্টান্ত গড়ল জলপাইগুড়ি পুলিশ। রবিবার সকালে জলপাইগুড়ি উচ্চ বিদ্যালয়ে এসএলএসটি (SLST) পরীক্ষার দিনে এক বিশেষ ছবির সাক্ষী থাকল জয়ন্তী পাড়া।

ভাঙা পায়ের যন্ত্রণায় কষ্টে ভুগছিলেন নিউ সার্কুলার রোডের বাসিন্দা পরীক্ষার্থী সুতপা রায়। পরীক্ষার দিন নিজে থেকে নির্ধারিত ক্লাসরুমে যেতে না পেরে হতাশ হয়ে পড়েন তিনি। তখনই কর্তব্যরত অবস্থায় এগিয়ে আসেন কোতোয়ালি থানার লেডি কনস্টেবল রিতা রায়। দ্বিধা না করে পরীক্ষার্থীর পাশে দাঁড়িয়ে তাঁকে নিজের পিঠে তুলে পরীক্ষার কক্ষে পৌঁছে দেন। পরীক্ষা শেষে আবার পিঠে করে স্কুল গেট পর্যন্ত এনে টোটোতে তুলতেও সাহায্য করেন তিনি।

এই মানবিক উদ্যোগে পরীক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা রিতাদেবীর প্রশংসায় মুখর হন। জেলা পুলিশ সুপার খান্ডবহালে উমেশ গণপত বলেন, “পুলিশের কাজ শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোও সমান জরুরি। আজকের ঘটনাটি আমাদের বাহিনীর মানবিক চিত্রকেই সামনে আনল।” জলপাইগুড়ি জেলা পুলিশের এই উদ্যোগ আবারও প্রমাণ করল—পুলিশ শুধু কঠোর প্রহরী নয়, সময়ে সময়ে মানুষের সবচেয়ে বড় সহায়কও।

আরও পড়ুন – বিশ্ব তিরন্দাজিতে সোনা জয় ভারতীয় পুরুষদের, ফাইনালে হার মহিলাদের

_

_

_
_
_

_
_