প্রয়াত তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন ওয়েব কুপা-র সাধারণ সম্পাদক কৃষ্ণকলি বসু (Krishnakali Basu)। রবিবার রাতে তাঁর মৃত্যু হয়। তিনি ব্যারাকপুর রাষ্ট্রগুরু রবীন্দ্রনাথ কলেজে অধ্যাপিকা ছিলেন। বেশ কয়েকবছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। তবে গত সাতদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন। অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনেও রাখা হয়। রবিবার যুদ্ধ শেষ হয়। তাঁর অকালপ্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লেখেন, “আমার বহুকালের প্রিয় সহকর্মী অধ্যাপিকা কৃষ্ণকলি বসুর (Krishnakali Basu) অকাল প্রয়াণে আমি মর্মাহত। তিনি WBCUPA-র সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর অভাব আমি চিরদিন অনুভব করব। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।“

কৃষ্ণকলির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “আমার দীর্ঘদিনের সহকর্মী এবং WBCUPA-র সাধারণ সম্পাদক কৃষ্ণকলি বসুর অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই ও তাঁর আত্মার শান্তি কামনা করি।“

আমার বহুকালের প্রিয় সহকর্মী অধ্যাপিকা কৃষ্ণকলি বসু-র অকাল প্রয়াণে আমি মর্মাহত। তিনি WBCUPA-র সাধারণ সম্পাদক ছিলেন।
তাঁর অভাব আমি চিরদিন অনুভব করব।
তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।
— Mamata Banerjee (@MamataOfficial) September 8, 2025
–

–

–

–
–