Tuesday, December 16, 2025

নির্বিঘ্নে শেষ উচ্চমাধ্যমিকের প্রথমদিনের পরীক্ষা: প্রয়োজনে অতিরিক্ত OMR, জানালেন সংসদ সভাপতি

Date:

উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের প্রথমদিনের পরীক্ষা সম্পূর্ণ নির্বিঘ্নে ও কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হল, জানালেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharjee)। প্রথমবার ওএমআর শিটে পরীক্ষা দেওয়া নিয়ে গোটা রাজ্যের কোথাও কোনও অভিযোগ নেই বলেও জানানো হয়। সেই সঙ্গে পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত ওএমআর শিট (OMR sheet) দেওয়া হয়েছে বলেও জানালেন সংসদ সভাপতি।

রাজ্য শিক্ষা দফতরের নতুন নিয়মে সোমবার থেকে শুরু হল তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। দেশের মধ্যে প্রথম এই রাজ্যেই উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা হচ্ছে সেমিস্টার ব্যবস্থায় (semester system)। প্রথম দিন ছিল প্রথম ভাষার পরীক্ষা। শহরের একটি পরীক্ষাকেন্দ্রে নিজে পরিদর্শনে যান উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানান, গোটা রাজ্যেই প্রথম দিনের পরীক্ষার পরে কোনও ধরনের অভিযোগ নেই। কোনও অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।

কিছু পরীক্ষার্থী প্রথমবার ওএমআর শিটে পরীক্ষা নিয়ে বিভ্রান্তি ছিল। ভুল হলে কী হবে – তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন দ্বাদশের পরীক্ষার্থীরা। সেই প্রশ্নের উত্তর দিয়ে সংসদ সভাপতি জানান, সব প্রতিযোগিতামূলক পরীক্ষাই ওএমআর শিটে (OMR sheet) হয় বর্তমানে। সেক্ষেত্রে অতিরিক্ত ওএমআর দেওয়া হয়না। তবে উচ্চমাধ্যমিকের (Higher Secondary) ক্ষেত্রে অতিরিক্ত ওএমআর-এর ব্যবস্থা রাখা হয়েছে। প্রথমদিন যে কেন্দ্রে পরিদর্শনে যান সংসদ সভপতি সেখানেই ১০-১২টি অতিরিক্ত ওএমআর দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: কড়া নিরাপত্তায় শুরু হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার: পরীক্ষার্থী ৬.৬০ লক্ষ

প্রথমদিনের পরীক্ষার শেষে নতুন ব্যবস্থায় পরীক্ষা দিয়ে সন্তোষ প্রকাশ করেন পরীক্ষার্থীরাও। নতুন ব্যবস্থা অনুযায়ী প্রস্তুতি নেওয়ার কারণে সমস্যা হয়নি বলেও জানান তাঁরা।

Related articles

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...

সম্পর্কের টানাপোড়েন! বান্ধবীকে কোপানোর পর চারতলা থেকে ঝাঁপ যুবকের

বান্ধবীকে খুন করে নিজেও চারতলা থেকে ঝাঁপ (Love Tringle)। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার পোস্তা এলাকায়। মঙ্গলবার দুপুরে পোস্তা...

ক্রিসমাসে আলোয় মোড়া হবে পার্ক স্ট্রিট-সহ রাজ্যের একাধিক শহর, সূচি জানালেন ইন্দ্রনীল

কলকাতায় ফের শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫ (Kolkata Christmas Festival)। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন...

অনামীদের নিয়ে তুমুল দর কষাকষি, রাতারাতি কোটিপতি আকিব-প্রশান্তরা

মঙ্গলবার সৌদি আরবে বসেছিল আইপিএলের মিনি নিলাম।প্রত্যাশা মতোই বড় অঙ্কের দাম পেলেন ক্যামেরন গ্রিন। তবে চমক দিলেন তিন...
Exit mobile version