Monday, November 17, 2025

লক্ষ্মীপুজোর পর রাজ্যে শুরু SIR! কর্মী সংকটে বিপাকে সিইও দফতর

Date:

লক্ষ্মীপুজোর ছুটির পরেই সারা দেশে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, পুজোর পরেই এই বিজ্ঞপ্তি জারি হবে। তবে এসআইআর শুরু হলে সবথেকে বড় চাপ পড়বে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে। কারণ, যে সংখ্যক আধিকারিক থাকার কথা, তার তুলনায় বাস্তবে অনেকটাই কম জনবল নিয়ে চলছে দফতর।

সিইও দপ্তরে ১১টি পদ থাকার কথা। এর মধ্যে সিইও ১ জন, অতিরিক্ত সিইও ৩ জন, যুগ্ম সিইও ৩ জন এবং ডেপুটি সিইও ৪ জন। কিন্তু বর্তমানে রয়েছেন সিইও ১ জন, অতিরিক্ত সিইও ২ জন, যুগ্ম সিইও ২ জন এবং ডেপুটি সিইও ৩ জন—মোট ৭ জন। ফলে নিয়মিত কাজকর্মের পাশাপাশি সংশোধনী প্রক্রিয়ার অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে আধিকারিক ও কর্মচারীদের। এই দফতরের উপরেই নির্ভর করছে একাধিক গুরুত্বপূর্ণ কাজ— ভোটার তালিকার সংযোজন, বর্জন ও সংশোধন; সংশ্লিষ্ট ২৮টি এজেন্সির সঙ্গে সমন্বয়; আইনশৃঙ্খলা ও প্রশাসনিক প্রস্তুতি; ইভিএম ও ভিভিপ্যাট ব্যবস্থাপনা; রাজনৈতিক দলের নথি যাচাই; বুথ সংক্রান্ত কাজ; কমিশনের সঙ্গে যোগাযোগ; মডেল কোড অফ কন্ডাক্ট প্রয়োগ; এসভিইইপি কার্যক্রম; আদালতের মামলা এবং আইটি-সহ অন্যান্য দায়িত্ব।

মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, পর্যাপ্ত আধিকারিক নিয়োগ না হলে চাপ বাড়বে কর্মরত আধিকারিক ও কর্মচারীদের উপর, যার প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের ওপরও। সব মিলিয়ে, লক্ষ্মীপুজোর পর দেশজুড়ে সংশোধনী প্রক্রিয়া শুরু হওয়ার আগে রাজ্যের সিইও দফতরে বাড়তি আধিকারিক নিয়োগ না হলে কমিশনের কাজকর্মে টান পড়তে পারে বলে আশঙ্কা।

আরও পজ়

 

 

Related articles

গণহত্যার নির্দেশ দিইনি: মৃত্যুদণ্ডের নির্দেশ রাজনৈতিক উদ্দেশ্যমূলক, বিবৃতি হাসিনার

জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যা হয়েছিল তার নির্দেশ তিনি দেননি, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের পরে বিবৃতি পেশ প্রাক্তন...

ইরানের চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু লাল হলুদের মহিলা ব্রিগেডের

এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব বাম খাতুনের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ী ইস্টবেঙ্গল(East Bengal)। লাল-হলুদ ব্রিগেডের হয়ে গোল...

তলানিতে নারী নিরাপত্তা! দিল্লিতে স্টেশনের কাছে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার

বিজেপিশাসিত রাজ্য। কেন্দ্রের অধীন আইনশৃঙ্খলা। আর সেখানে তলানিতে নারী নিরাপত্তা। উত্তর-পশ্চিম দিল্লির (Delhi) আদর্শ নগর রেলস্টেশনের কাছে উদ্ধার...

নাগেরবাজারে গাছে ঝুলন্ত দেহ! SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পরিবারের

ফের SIR আতঙ্কে মৃত্যু! এবার দমদমে SIR আতঙ্কে মৃতের নাম বৈদ্যনাথ হাজরা । দক্ষিণ দমদম (South Dumdum) পুরসভার...
Exit mobile version