Sunday, November 16, 2025

বাংলা মডেলে দিল্লির দুর্গাপুজোতে ছাড় ঘোষণা রেখা গুপ্তার, সঙ্গে আজব ফরমান!

Date:

মডেল বাংলা। সেই পথে হেঁটেই দিল্লির (Delhi) দুর্গাপুজোতে বিভিন্ন ক্ষেত্রে ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার (Rekha Gupta)। সঙ্গে আজব ফরমান। মণ্ডপে দুর্গা প্রতিমার পায়ের কাছে রাখতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ছবি!

বিজেপিশাসিত রাজ্যে হেনস্থার শিকার বাংলাভাষী পরিযায়ী শ্রমিকরা। দিল্লিও তার ব্যতিক্রম নয়। সেই ক্ষতে প্রলেপ দিতে দিল্লির (Delhi) দুর্গাপুজোয় ছাড় ঘোষণা করেছে রেখা গুপ্তার সরকার। পশ্চিমবঙ্গে দুর্গাপুজোয় গত কয়েকবছর ধরেই পুজোকমিটিগুলিকে আর্থিক দিচ্ছে রাজ্য সরকার। এবছর ১ লক্ষ ১০ হাজার টাকা দেওয়ার পাশাপাশি  পুজো কমিটিগুলিকে বিদ্যুতের বিলে ৮০ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে সিইএসসি ও রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদকেও নির্দেশ দেন তিনি। সেই পথে হেঁটেই সোমবার দিল্লির মুখ্যমন্ত্রীর দফতর নিজেদের এক্স হ্যান্ডলে জানায়, এবার দিল্লিতে দুর্গাপুজো ও রামলীলায় সাহায্য করা হবে। পুজো কমিটিগুলি ১২০০ ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ পাবে। বিদ্যুতের মিটার পেতে সিকিউরিটি ডিপোজিটের মাত্র ২৫ শতাংশ জমা দিতে হবে। পুজোর অনুমোদনের জন্য সিঙ্গল উইন্ডো ব্যবস্থা করেছে দিল্লি সরকার।

২৬ বছর পরে এবছরের ফেব্রুয়ারিতেই দিল্লিতে ক্ষমতায় এসেছে বিজেপি। রেখা গুপ্তা সরকার প্রথম বছরের দুর্গাপুজো ও রামলীলা নিয়ে বিশেষ উদ্যোগ নিল। কিন্তু তার সঙ্গে আজব আবদার বা ফরমান দিয়েছে বিজেপি সরকার। প্রতিটি দুর্গাপ্রতিমার পায়ের কাছে রাখতে হবে মোদির ছবি। তাঁর শুভকামনা করে প্রার্থনা জানাতে হবে দশভুজার কাছে। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন। ২ অক্টোবর পর্যন্ত সেবাপাখোয়ারা পালন করবে গেরুয়া শিবির। এই উপলক্ষ্যে প্রদানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতে হবে-দিল্লির প্রত্যেক পুজো উদ্যোক্তাদের- এমনই অদ্ভুত নিদান দিল্লির মুখ্যমন্ত্রী।

দিল্লির গেরুয়া মুখ্যমন্ত্রীর এমন অদ্ভুত ফতোয়ায় স্তম্ভিত স্থানীয় পুজোর উদ্যোক্তারা। প্রশ্ন উঠছে, দেবীদুর্গার কাছে কে কী প্রার্থনা করবে সেটাও কি ঠিক করে দেবে বিজেপি? এই আজব ফরমানকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। দলীয় সাংসদ মালা রায় কটাক্ষ করেন বলেন, জীবনে কোনওদিন শোনা যায়নি এমন ঘটনা। তোষামোদ করতে করতে বিজেপির নেতা-নেত্রীরা ভুলে গিয়েছেন যে কতদূর পর্যন্ত তোষামোদ করা যায়। কেউ কম যান না, এ বলে আমায় দ্যাখ, ও বলে আমায় দ্যাখ। এর পরের বছরে ওরা হয়তো বলবে, মা দুর্গার চালার পিছনে থাকা শিবের ছবি সরিয়ে প্রধানমন্ত্রীর ছবি লাগাতে হবে!

 

Related articles

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...
Exit mobile version