Sunday, November 16, 2025

পাখির চোখ ডার্বিতে, ইস্টবেঙ্গল রক্ষণকে ভরসা দিতে চান জয় গুপ্তা

Date:

ইস্টবেঙ্গল ( East Bengal) দলের সঙ্গে অনুশীলন শুরু করেছিলেন আগেই।  অবশেষে জয় গুপ্তার (Jay Gupta)  সঙ্গে চুক্তির কথা সরকারিভাবে ঘোষণা করল ইস্টবেঙ্গল। মঙ্গলবার লাল হলুদ টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে প্রেস বিবৃতি দিয়ে জয় গুপ্তার সঙ্গে চুক্তির কথা ঘোষণা করা হল।

চার বছরের চুক্তিতে জয় গুপ্তার সঙ্গে চুক্তি করেছে ইস্টবেঙ্গল। অনুশীলন শুরু করলেও জয়ের চোট ছিল বলে জানা গিয়েছে। ফলে তাঁর সঙ্গে চুক্তি করতে বিলম্ব করছিল লাল হলুদ।

জয় গুপ্তা (Jay Gupta) এফসি গোয়ার হয়ে এখন পর্যন্ত ২৫টি ম্যাচ খেলেছেন। সেখানে দুটো গোলও রয়েছে তাঁর। লাল-হলুদ জার্সিতে জয় গুপ্তাও এবারও তাঁর সাফল্যের ধারা অব্যহত রাখতে চান জয়। এর আগে ডুরান্ড কাপে তাঁকে মাঠে নামাতে পারেননি । আসন্ন সুপার কাপ এবং আইএসএলে অস্কার ব্রুজোর রণকৌশলে থাকবেন জয়।

গতবারের আইএসএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ইস্টবেঙ্গল। বিশেষ করে লাল-হলুদ শিবিরের রক্ষণকে নিয়ে বারবারই প্রশ্ন উঠতে শুরু করেছিল। নতুন মরষশুমের আগে সেই দিকেই সবচেয়ে বেশী নজর দিচ্ছে ইস্টবেঙ্গল।  পারে কিনা সেটাই দেখার।

লাল হলুদে যোগ দিয়ে জয় গুপ্তা বিবৃতিতে বলেছেন, “ইস্টবেঙ্গলের মতো একটি বড় ক্লাবে যোগ দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমার যোগ্যতার উপর আস্থা রাখার জন্য টিম ম্যানেজমেন্ট এবং কোচ অস্কার ব্রুঁজোর প্রতি আমি কৃতজ্ঞ। গত বছর কলকাতায় আমার জাতীয় দলে অভিষেক হয়েছিল, তাই এখানকার বড়  ক্লাবে খেলাটা আমার কাছে বিশেষ।”

আরও পড়ুন:পাক অধিনায়কের সঙ্গে দূরত্ব বজায় রাখলেন, বিতর্ক এড়াতে পারলেন না সূর্য

জয় আরও বলেন, “লাল হলুদের হয়ে হয়ে মাঠে নামার জন্য, দলের সাফল্যে অবদান রাখার জন্য আমি মুখিয়ে আছি।  ডার্বি মাঠে নামার অভিজ্ঞতা অর্জনের জন্য এবং সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকদের আনন্দ দেওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’’

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version