Wednesday, November 5, 2025

আধার কার্ডকেও প্রামাণ্য নথি: সুপ্রিম নির্দেশ মেনে CEO-কে নোটিশ জাতীয় নির্বাচন কমিশনের

Date:

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (CEO) নোটিশ পাঠালো জাতীয় নির্বাচন কমিশন (Election Commission Of India)। এবার থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে আধার কার্ডকেও (Aadhaar Card) প্রামাণ্য নথি হিসাবে ধরা হবে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, আধারকে যোগ করে এখন পর্যন্ত SIR-এ ১২টি পরিচয়পত্র গ্রহণযোগ্য।

তবে, আধারকে শুধুমাত্র পরিচয় যাচাইয়ের নথি হিসেবে ব্যবহার করা যাবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কমিশন। সোমবার, সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এই নির্দেশ জারি হয়। কিন্তু এই বিষয় নিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, আধার কার্ড (Aadhaar Card) নাগরিকত্বের প্রমাণ নয়। আধার আইন (Aadhaar Act) অনুযায়ী, এই কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, তবে ‘রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট’ (Representation of People’s Act)-এর ধারা ২৩(৪) অনুসারে, এটি ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ নথি। ভোটারদের জমা দেওয়া আধার কার্ডের সত্যতা যাচাই করার অধিকার রয়েছে কমিশনের।

বিহারের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিরোধী দলগুলি। অভিযোগ জানানোর সময়সীমা বাড়ানোর দাবি জানায়। আদালত জানায়, নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও কোনও ভোটারের নাম বাদ গেলে সেই অভিযোগ নির্বাচন কমিশনকে শুনতে হবে।

Related articles

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...
Exit mobile version