Thursday, December 11, 2025

বেলুর মঠ থেকেই শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দ কাপ, উদ্বোধন করবেন ক্রীড়ামন্ত্রী

Date:

Share post:

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিবেকানন্দ কাপ (Swami Vivekananda Cup )।  দুপুর ২টোয় বেলুড়ে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির খেলার মাঠে শুভ সূচনা হবে।  স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতার ১৩৩ বছরের স্মরণে  যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং আইএফএ যৌথ উদ্যোগে  স্বামী বিবেকানন্দ কাপের আয়োজন করা হয়েছে।  জেলা ভিত্তিক ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন করবেন মাননীয় ক্রীড়া মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। থাকবেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি সহ আইএফএ কর্তা ও প্রাক্তন ফুটবলাররা।

ক্রীড়া ও যুব কল্যাণ দফতর এই প্রতিযোগিতার আয়োজন করেছে। ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর শিকাগোতে ধর্মীয় সম্মেলনে স্বামী বিবেকানন্দের সেই বক্তৃতা আজও অবিস্মরণীয়। তারই ১৩৩ বছর পূর্তি উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি চলতি বছরে আইএফএ-র ও ১৩৩ বছর। এই দুটির সমন্বয়েই স্বামী বিবেকানন্দ কাপ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৩৯০টি। প্রতিযোগিতার শুভারম্ভ হবে স্বামীজীর তৈরি বেলুড় মঠের নিজস্ব মাঠে। যে জেলার খেলোয়ার সেই জেলাতেই খেলতে পারবে। ফাইনাল হবে মার্চ ২০২৬ এ।সর্বমোট পুরস্কার মূল্য ৫০ লক্ষ টাকা।

আরও পড়ুন: বিরাট জয় দিয়েই সূচনা, আমিরশাহি ম্যাচ থেকে ভারতের প্রাপ্তি তালিকা জানুন

এই টুর্নামেন্টের মাধ্যমে জেলা থেকে উঠে আসবে ফুটবল প্রতিভারা উঠে আসবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত মাননীয় ক্রীড়া মন্ত্রী বরাবরই কলকাতা লিগের ক্লাবগুলিতে আরো বেশি করে ভূমিপুত্র খেলানোর বিষয়টি নিয়ে জোর দিয়েছেন তিনি।

 –

spot_img

Related articles

ব্রিগেডে প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় গ্রেফতার ৩

রবিবার খাস কলকাতার বুকে গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি করায় দুই বিক্রেতাকে মারধর ও শারীরিকভাবে হেনস্থা করা...

বিয়ে ভাঙ্গার পর জনসমক্ষে স্মৃতি, জানালেন ‘প্রকৃত ভালবাসা’র কথা

বিশ্বকাপ জয়ের পর থেকে যেন ঝড় বয়ে গেছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানার (Smriti Mandhana)...

আজ সারদা মায়ের ১৭৩-তম জন্মতিথি পুজো, ভোর থেকে ভক্তদের ঢল বেলুড়মঠ-বাগবাজার-জয়রামবাটিতে

জীবনে ভালো থাকতে চাইলে অন্যের দোষ দেখতে নেই। সকলের প্রতি সমান ভালবাসাতেই ঈশ্বর লাভের পথ দেখিয়েছিলেন যিনি, আজ...

কোচবিহারের পর আজ কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী, জননেত্রীর কথা শোনার অপেক্ষায় নদিয়ার তৃণমূল কর্মী -সমর্থকরা

কোচবিহারের পর এবার কৃষ্ণনগর। ফের এসআইআর-প্রতিবাদ সভায় ঝড় তুলবেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার সভা উপলক্ষে কৃষ্ণনগর...