Saturday, January 10, 2026

স্কুলের মেয়েদের চিঠি পাঠাতেন! স্কুলের দিন স্মরণ করে কী জানালেন শেহেনশাহ

Date:

Share post:

বিগ বি শৈশবের বহু স্মৃতিচারণ করেছে কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানটিতে। এবার নিজের জীবনের আরও এক বড় তথ্য দিলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। কৌন বনেগা ক্রোড়পতি ১৭ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন তিনি। দর্শকদের কাছ থেকে এই অনুষ্ঠানটি যথেষ্ট ইতিবাচক সাড়া পাচ্ছে। আসলে, বিগ বি তাঁর শৈশবের কিছু প্রিয় স্মৃতি প্রকাশ করে অনুষ্ঠানটিকে বিনোদনমূলক করে তুলেছেন। সাম্প্রতিক একটি পর্বে, বলিউডের শেহনশাহ তাঁর স্কুলের দিনগুলির কথা স্মরণ করেছেন। জানিয়েছেন, যখন তাঁর স্কুলের ছেলেরা অন্য স্কুলের মেয়েদের চিঠি পাঠাত।

অমিতাভ বচ্চন বড়সড় তথ্য দিলেন

অনুষ্ঠান চলাকালীন, উত্তরাখণ্ডের রুদ্রপুরের প্রতিযোগী মীনাল উপ্রেতি জানান যে, তিনি নৈনিতালের অল সেন্টস-এ বছর দুই লেখাপড়া করেছেন। নামটি শোনার পর অমিতাভ বচ্চন স্মৃতিকাতর হয়ে পড়েন। কারণ তিনি নৈনিতালের শেরউড বয়েজ স্কুলে লেখাপড়া করতেন।

অমিতাভ জানান, “অল সেন্টস ছিল আমাদের পাশের স্কুল, এবং প্রতি রবিবার শেরউড এবং অল সেন্টস দুই স্কুলেরই ছাত্র-ছাত্রীরা চ্যাপেলে জড়ো হতেন।” তাঁর কথায়,”ওহি এক দিন হোতা থা যাব হাম লোগোকা কোট, ব্লেজার, বাড়িয়া বাল বানাকার হাম প্যারেড ম্যায় খাঁড়ে রেহেতে থে। কিউকি পাতা হোতা থা অল সেন্টস সে মাহিলায়ে আনে ওয়ালে হ্যাঁয়।” অর্থাৎ এটি একমাত্র দিন ছিল যখন তাঁর স্কুলের ছেলেরা সেজেগুজে কুচকাওয়াজের জন্য দাঁড়াতেন। পাশের স্কুল থেকে মহিলারা আসবেন বলে।

আরও পড়ুন-ফেডারেশনের বিরুদ্ধে পরিচালকদের মামলা খারিজ হাইকোর্টে, মুখে কুলুপ ডিরেক্টরস গিল্ডের

বিগ বি এটিকে ‘জওয়ানি কা আলহাডপন’ বলেন। তিনি (Amitabh Bachchan) আরও যোগ করেন, “পাতা হ্যায় জওয়ানি কা এক আলহাডপন হোতা হ্যায়। সেই সময় গির্জায় মেয়েদের আসন সবসময় সামনের সারিতে থাকত এবং ছেলেরা তাঁদের পিছনে বসত। যখনই কেউ কোনও বার্তা দিতে চাইত, সুযোগ আসত যখন সবাইকে হাঁটু গেড়ে প্রার্থনা করতে হত — উপর থেকে, কেউ দেখতে পেত না নীচে কী ঘটছে। মেয়েদের পিছনে প্রথম সারিতে বসা ছেলেরা এই জায়গাটির জন্য সবচেয়ে বেশি আগ্রহী ছিল। কারণ ‘আসুন প্রার্থনা করি’ ঘোষণার মুহূর্তে তারা হাঁটু গেড়ে বসে গোপনে একটি চিরকুট লিখে ফেলত। কী শিশুসুলভ আচরণ ছিল, কিন্তু সত্যিই সেই দিনগুলো ছিল আমার জীবনের সেরা, সবচেয়ে আনন্দের দিন।” এই কথাগুলির পরেই হাসতে হাসতে অমিতাভ বচ্চন বলেন, “এবার ঘরে গিয়ে আমায় মারবে।”

_

_

_

_

_

 

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...