Sunday, November 16, 2025

পুজোর আগে স্বর্ণ সম্ভার শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের, থাকছে একগুচ্ছ অফার

Date:

কয়েকদিন পরই দুর্গা পুজো। দেবীপক্ষের আগেই দারুন অফার নিয়ে এল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স(shyam sundar jewellers)।  শারদীয়া ‘স্বর্ণ সম্ভার ২০২৫’- যা চলবে ১৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

শারদীয়া ‘স্বর্ণ সম্ভার’ হল ত্রক জনপ্রিয় এবং বহু প্রতীক্ষিত গহনা প্রদর্শনী যা এবার ২৩ বছরে পা রাখতে চলেছে। এই  বিশেষ সংস্করণের নানা সংগ্রহের মধ্যে রয়েছে ডিজাইনার হাতে তৈরি সব গয়না, ঐতিহ্যবাহী এবং ট্রেন্ডি বিয়ের গহনা, সাশ্রয়ী মূল্যে হিরের গহনা, গ্রহরত্ন এবং মূল্যবান পাথরের জমকালো সংগ্রহ এবং গ্রাহকদের জন্য থাকছে অনেক আকর্ষণীয় অফার ও ড্র।

প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার।

সোনার গয়না কেনাকাটায় প্রতি গ্রামে থাকছে ৪২৫ টাকা ছাড।

যেকোনো হিরের গয়নার মজুরিতে  থাকছে ৭৫% ছাড়।

গ্রহরত্ন-এর এমআরপিতে থাকছে ১৫% ছাড়।

মেগা ড্রয়ে থাকছে ৫টি স্কুটি*

এছাড়াও অন্যান্য যেসব সুবিধা আর পরিষেবা সারাবছর থাকে- যেমন পুরানো সোনার গয়না বদল করে নতুন গয়না নেওয়ার সুবিধা (যেকোনো হলমার্ক সোনার গয়নায় ১০০% ফেরত মূল্য) এবং সোনায় সোহাগা (গহনা কেনার জন্য বিশেষ ডিসকাউন্ট স্কিম) এর মতো প্রকল্প ৷ সব মিলিয়ে, শারদোৎসবের প্রাক্কালে একটি বিশেষ উপহারের মোড়কে  এই ‘স্বর্ণ সম্ভার’ পেশ করা হচ্ছে – যা সংস্থার প্রতিশ্রুতির প্রতীক।

এই উপলক্ষে জনপ্রিয় এবং ঐতিহ্যশালী পূজো নলীন সরকার স্ট্রিট পূজো মন্ডপে নির্মীয়মান মা দুর্গা দেবীর সামনে একটি বিশেষ প্রেস প্রিভিউতে বিশেষ স্বর্ণ সম্ভার কালেকশন ‘শক্তিরূপেনী’ উন্মোচন করেন প্রখ্যাত চিত্রকর সনাতন দিন্দা ও সংস্থার দুই ডিরেক্টর অর্পিতা এবং রূপক সাহা।

এই বছরের নলিন সরকার স্ট্রিটের থিম হলো ‘রূপান্তর’, সনাতন দিন্দা,  এই কর্মকাণ্ডের কাণ্ডারী, । তিনি বলেন , “আমি শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সোনার ‘শক্তিরূপেণী’ কালেকশনটি উন্মোচন করতে পেরে খুবই আনন্দিত, আমি শ্যাম সুন্দরের সাথে অনেকদিন ধরে জড়িত | শ্যাম সুন্দর এর গয়নার কালেকশনের শৈল্পিক ভাবনাগুলো আমায় ভীষণ ভাবে আকর্ষণ করে” ।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, “আমাদের এই প্রাক পুজা উপস্থাপনা ‘স্বর্ণ সম্ভার’ এবার তেইশ বছরে পড়ল। গহনার নকশা এবং কারুকার্যের সূক্ষ্মতা, এক্সক্লুসিভ কালেকশন- এসব দিক দিয়ে বিচার করলে এবছর এটা আরও স্পেশাল। তাছাড়া আকর্ষণীয় সব অফার তো আছেই।”

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের আরও এক ডিরেক্টর রূপক সাহা বলেন, “আমরা এই তেইশতম বর্ষের ‘স্বর্ণ সম্ভার’ আমাদের ক্রেতা বন্ধুদের উৎসর্গ করছি। তাঁদের সমর্থন এবং উৎসাহ ছাড়া এতদূর এগোনো সম্ভব হত না। গহনার ডিজাইন নিয়ে তাঁদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা আমরা সব সময়ই চালিয়ে যাব। সেই সঙ্গে ন্যায্য মূল্যে সেরা জিনিসটি তুলে দিতেও আমরা বদ্ধপরিকর।”

শারদীয়া স্বর্ণসম্ভার ২০২৫’ চলবে ১৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৫ কলকাতায় (গড়িয়াহাট, বেহালা এবং বারাসাত), এবং ত্রিপুরা (আগরতলা, ধর্মনগর এবং উদয়পুর) শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সমস্ত শোরুমে।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version