Wednesday, December 10, 2025

দেবীপক্ষেই সিএবির মসনদে মহারাজ, টিম সৌরভে থাকছেন কারা?

Date:

Share post:

দুর্গা পুজোর আগেই সিএবির (CAB) মসনদে বসতে চলেছেন মহারাজ!  দ্বিতীয়বার  সিএবি সভাপতি হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)? সব কিছু ঠিক থাকলে আগামী ১৪ সেপ্টেম্বরই সভাপতি হিসেবে সৌরভের নাম চূড়ান্ত হয়ে যাওয়ার কথা।

আগামী রবিবারই সিএবিতে সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দেবেন প্রাক্তন ভারত অধিনায়ক। ১৬ তারিখ পর্যন্ত মনোনয়ন তোলার শেষ দিন। ১৮ তারিখ হবে মনোনয়নগুলি স্কুটিনি। ১৪ই সেপ্টেম্বর যদি সৌরভ ছাড়া আর অন্য কেউ মনোনয়ন জমা না দেন তাহলে স্পষ্ট হয়ে যাবেন তিনি হতে চলেছেন সভাপতি। তবে চূড়ান্ত ঘোষণা হবে আগামী ২২শে সেপ্টেম্বর। ঐদিন বাইপাসের ধারে একটি অভিজাত হোটেলে সিএবির বার্ষিক সাধারণ সভা হবে।

সৌরভ গঙ্গোপাধ্যায় সভাপতি হলে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে পদ ছাড়তে হবে। সৌরভ সেনাপতি হওয়ার সঙ্গে সঙ্গে তার সারথী হতে চলেছেন ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দাস। তিনি সচিব অথবা যুগ্ম সচিব হতে পারেন, যদি তিনি সচিব হন তাহলে যুগ্ম সচিব হতে পারেন কালীঘাট  ক্লাবের কর্তা বাবলু কোলে।  অথবা সঞ্জয় দাস যুগ্ম সচিব হলে সচিব হতে পারেন বাবলু কোলে।

প্রাক্তন ক্রিকেটার ও নির্বাচক মদন ঘোষের নাম সহ সভাপতি পদের জন্য রয়েছে, পাশাপাশি এই তালিকায় আছেন অনু দত্ত। কোষাধ্যক্ষ পদে আসতে পারেন বেলগাছিয়া ক্লাবের প্রতিনিধি সুব্রত সাহা

প্রশ্ন হচ্ছে ময়দানে এখন সৌরভের ঘোষিত বিরোধী অভিষেক ডালমিয়া। কিন্তু তিনি প্রকাশ্যে মহারাজের বিরোধিতা করছেন না, এমনকি বিশ্বরূপ দে-ও সৌরভ গঙ্গোপাধ্যায়কেই সমর্থন জানিয়েছেন। পাশাপাশি ময়দানের সব বড় ক্লাব থেকে  একাধিক জেলাই সৌরভকে সমর্থন জানিয়েছেন।

এই পরিস্থিতিতে সৌরভ বিরোধী শিবির বা অভিষেক গোষ্ঠীর পক্ষ থেকে এখনও পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া হবে এমন কোন খবর নেই কারণ প্রকাশ্যে দ্বন্দ্ব নেই দুই শিবিরের।

আরও পড়ুন:বেলুর মঠ থেকেই শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দ কাপ, উদ্বোধন করবেন ক্রীড়ামন্ত্রী

আপাতত লোধা কমিশনের নিয়ম মেনে ভোটাভুটি হচ্ছে সিএবিতে। ফলে আগামী দিনের দেশের ক্রীড়া আইন চালু হলে অনেক নিয়মের বদল হবে সেক্ষেত্রে কুলিং অফের বাধ্যবাধকতা থাকবে না। তা সিএবির  কমিটিতে ফের বদল হতে পারে বলেই ধারণা ময়দানের একাংশের।  আপাতত ভারতের সফল অধিনায়ক সিএবির দায়িত্বভার নিতে চলেছেন।

spot_img

Related articles

চাপে পড়েছে বিজেপি! সংসদে এবার গালাগালি অমিত শাহর

সত্যি কথা গায়ে বাজে। কেন্দ্রের বিজেপি সরকারের এখন এমনই অবস্থা। গোটা দেশে নোটবন্দি, দেশাত্মবোধের জিগির সব উপায়ে নির্বাচন...

বাসে চড়ে গানের আড্ডা, মিউজিকাল চমক লাগলো ‘ঠিক সন্ধ্যে নামার আগে’ 

গঙ্গাবক্ষে ট্রেলার লঞ্চের পর এবার চলন্ত বাসে মিউজিক লঞ্চ হল কৌস্তভ চক্রবর্তী (Kaustav Chakraborty) পরিচালিত 'ঠিক সন্ধ্যে নামার...

বড়সড় পরীক্ষার সামনে নির্বাচন কমিশন, কলকাতায় নো-ম্যাপিং বেড়ে সর্বোচ্চ 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) পর্যবেক্ষণে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য—২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তথ্যের মিল না-থাকা...

ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রির জন্য মারধর! প্রতিবাদ পরমব্রতর

৭ ডিসেম্বর কলকাতা ময়দানে গীতাপাঠের দিন, দুই প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। সরগরম সেলিব্রিটি মহলও।...