Saturday, November 15, 2025

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানেই দৌড়ে পিছিয়ে গেলেন সুশীলা, তবে জনপ্রিয়তার শীর্ষে কে?

Date:

নেপালের অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান হিসাবে এবার অন্য নাম, কুল মান ঘিসিং। প্রাক্তন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ঘিসিং নেপালের অন্তর্বর্তী সরকারের হাল ধরুক, গণবিক্ষোভে নেপালের কেপি শর্মা ওলি সরকারকে সরানো আন্দোলনকারীরা এমনটাই দাবি করছে। নেপালে বিদ্যুতের দীর্ঘমেয়াদি ঘাটতি দূর করার পেছনে অনেকটাই অবদান রয়েছে তাঁর। ১৯৯৪ সালে ঘিসিং দেশের বিদ্যুৎ বোর্ডে যোগ দিয়েছিলেন। নেপালের জলবিদ্যুৎ প্রকল্পেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। ২০১৬ সালে বিদ্যুৎ বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। সে সময় মারাত্মক বিদ্যুৎবিভ্রাটে ভুগছিল নেপাল। দিনে ১৮ ঘণ্টাও লোডশেডিং অবিশ্বাস্য কিছু ছিল না। সেই পরিস্থিতিতে বিদ্যুৎ বোর্ডের হাল ধরেছিলেন ঘিসিং। সহজেই মিটিয়ে দিয়েছিলেন দেশের বিদ্যুৎসঙ্কট। এবার সেই ঘিসিংকেই প্রধানমন্ত্রী পদের জন্য চাইল ‘জেন-জ়ি’। বৃহস্পতিবার এই দাবি সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানিয়েছে তাঁরা। তাঁকে ‘দেশপ্রেমিক’ এবং জনপ্রিয় বলেও উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা শুরু হয়েছে নেপালে। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রধান বিচারপতি সুশিলা কার্কির নাম প্রস্তাব করেছিল তরুণরা। দেশটির অন্তবর্তী সরকার প্রধান কে হবেন এই নিয়ে আগে একটি ভার্চুয়াল মিটিংয়ে যোগ দেয় প্রায় ৫ হাজার মানুষ। প্রাথমিকভাবে কাঠমান্ডুর মেয়র বালেন শাহ জনপ্রিয়তার শীর্ষে থাকলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তিনি ফোন ধরেননি বলেই জানানো হয়। সেক্ষেত্রে অন্যদের নাম আলোচনায় এলে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন সুশিলা কার্কি। তাঁর কাছে এর আগে ওই প্রস্তাব দেওয়া হলে তিনি কমপক্ষে ১ হাজার লিখিত স্বাক্ষর চেয়েছিলেন। কিন্তু দেখা গিয়েছিল বাস্তবে তিনি ২ হাজার ৫০০ জনের স্বাক্ষর পেয়েছেন। কার্কি সবচেয়ে বেশি সমর্থন পেলেও ভার্চুয়াল মিটিংয়ে অন্যদের নাম উঠে আসে। এর মধ্যে নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রধান কুলমান ঘিসিং, যুব নেতা সাগর ধাকাল ও ধারানের মেয়র হারকা সামপাঙ অন্যতম।

প্রসঙ্গত, নেপালের রাজধানী কাঠমান্ডু, ললিতপুর এবং ভক্তপুরে কার্ফু কিছুটা হলেও শিথিল করেছে সেনা। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত জরুরি কাজের জন্য সাধারণ মানুষ বাইরে বেরোতে পারবেন বলে জানানো হয়েছে । বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্তও এই ছাড় থাকবে। এই ঘোষণার পর বৃহস্পতিবার সকাল থেকে নেপালের দোকানবাজারগুলিতে সাধারণ মানুষের সমাগম নজরে পড়ার মত ছিল। বৃহস্পতিবার কয়েকদিনের তুলনায় অনেকটাই শান্ত রয়েছে নেপাল। রাস্তায় টহল দিচ্ছে সেনা।

আরও পড়ুন – সুপার সিক্সে সহজ জয়, চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকবে ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবারই

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...

গিলের চোট নিয়ে উদ্বেগ, বেশি রানের লিড নিতে ব্যর্থ ভারত

আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারতীয় শিবিরের চোটের উদ্বেগ। শনিবার দিনের শুরুতেই ঘাড়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়লেন...

এসআইআর আতঙ্ক: ফর্ম ফিলাপের আতঙ্কে ব্রেন স্ট্রোক আক্রান্ত প্রৌঢ়

এসআইআর আরও এক কতটা জটিল একজন সাধারণ গ্রামের মানুষের কাছে তার আরও এক প্রমাণ মিলল। কখনও নামের বানান,...
Exit mobile version