পুজোর আগেই ঢাকি কাঠি পড়ে গেল কলকাতা ম্যারাথনের। পিকনিক, ক্রিকেট, সার্কাসের মতোই শীতের কলকাতার সঙ্গে মিশে গিয়েছে ম্যারাথনও। চলতি বছরে টাটা স্টিল আয়োজিত কলকাতা ম্যারাথন হবে আগামী ২১ ডিসেম্বর।

কলকাতার পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হল দশম বর্ষের ম্যারাথন দৌড়ের ইভেন্ট ঘোষণা। অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রাক্তন ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। শুক্রবার থেকে অর্থাৎ ১২ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে ম্যারাথন দৌড় রেজিস্ট্রেশন লিংক খুলে দেওয়া হয়েছে। এই রেজিস্ট্রেশন লিংকের অন্তিম তারিখ ১৫ ডিসেম্বর।

২১ ডিসেম্বর শীতের ভোরে প্রাক্তন তারকা ফুটবলারকে পাশে পাবে ম্যারাথনে অংশগ্রহণকারীরা। এছাড়াও থাকবেন টলিউডের তারকা শ্রাবন্তী চ্যাটার্জি। ২৫কে দিয়ে শুরু না করতে পারলেও অন্তত আনন্দ রান দিয়ে সবাইকে ম্যারাথনে যোগ দেওয়ার আবেদন জানান তারকা ফুটবলার।

প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া বলেন, কলকাতার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। বহু স্মৃতি জড়িয়ে রয়েছে কলকাতার সঙ্গে আমার। আমি কলকাতায় দীর্ঘদিন ফুটবল খেলেছি। কলকাতায় ২৫ কিলোমিটার ম্যারাথন দৌড় হচ্ছে, এটা আমার কাছে বিশেষ আনন্দের ব্যাপার। আমি বলব, যাঁরা প্রথমবার ম্যারাথন দৌড়াতে চলেছেন, তাদের ২৫ কিমিতে অংশ না নিতে। কারণ শারীরিক সক্ষমতা সবার সমান নয়।

আরও পড়ুন : মানস-গৌতমদের উপস্থিতিতে জমজমাট প্রেস ক্লাবের ফুটবল, চ্যাম্পিয়ন বিশ্ব বাংলা সংবাদ

২৫ কিলোমিটার ম্যারাথনের দৌড়ের পাশাপাশি প্রতিবারের মতন এবারও থাকছে অন্য ক্যাটাগরির প্রতিযোগিতাও।১০ কে, আনন্দ রান এবং সিনিয়র সিটিজেন রানের রেজিস্ট্রেশন ১২ সেপ্টেম্বর থেকে খুলে গিয়েছে।
