প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ডিএলএড প্রশিক্ষণরতদের নিয়োগের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এবার সেই নিয়োগ প্রক্রিয়া ছয় সপ্তাহের মধ্যে কার্যকর করার নির্দেশ ফের একবার জারি করা হল শীর্ষ আদালতের তরফে।

২০২২ সালের প্রাথমিক নিয়োগ (primary teachers recruitment) পরীক্ষায় পর্ষদের নির্দেশ অনুযায়ী ডিএলএড (DlEd) প্রশিক্ষণরতদের নিয়োগের নির্দেশে প্রথমেই মান্যতা দিয়েছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। তা নিয়ে ফের একবার মামলা হয় সুপ্রিম কোর্টে। এবছর এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট জানিয়েছিল ২০২২ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় প্রশিক্ষণরতরাও চাকরি করতে পারবেন। কিন্তু এরপর একাধিক জটিলতায় আটকে যায় সেই নিয়োগ প্রক্রিয়া।

আরও পড়ুন: বিজেপি রাজ্যের স্বজন-পোষণ: টেন্ডার ‘জালিয়াতি’ রামদেব ঘনিষ্ঠের

শুক্রবার সুপ্রিম কোর্ট (Supreme Court) যে নির্দেশ দিল তাতে ২০২২ সালের প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিএলএড (DlEd) প্রশিক্ষণরতদের ২২০০ পদে নিয়োগ নিয়ে আর কোনও জটিলতা থাকল না। সুপ্রিম কোর্টের বিচারপতি পি নরসিংহা এবং বিচারপতি অতুল চান্দুকারের বেঞ্চ নির্দেশ দেয়, আগামী ছয় সপ্তাহের মধ্যে এই শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

–

–

–

–

–

–