PAC-তে ভর্ৎসনা কেন্দ্রকে! কেন বাংলায় একশো দিনের টাকা বকেয়া, প্রশ্ন

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও বাংলার প্রাপ্য টাকা দেয়নি কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার। বাংলার বকেয়া তো দেয়ইনি, উপরন্তু একশো দিনের কাজও (MGNREGS) বন্ধ করে রেখে দিয়েছে। চার বছর ধরে কোনও বরাদ্দ করা হয়নি। কোন অজুহাতে প্রাপ্য আটকে রেখেছে কেন্দ্র, সেই প্রশ্ন এবার ছুঁড়ে দিল সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি (PAC)।

বাংলায় ১০০ দিনের কাজের টাকা বন্ধ। কিন্তু গুজরাতে ৭১ কোটি টাকার দুর্নীতি ধরা পড়ার পরও বন্ধ হয়নি টাকা। এখন প্রশ্ন, মোদি সরকার দ্বিচারিতা চালিয়েই যাচ্ছে। কলকাতা হাইকোর্টের (Calcutta High COurt) পর শেষ পর্যন্ত সরব হতে হল সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিকেও (PAC)। তারপরও ভ্রুক্ষেপহীন কেন্দ্রীয় সরকার। আমরা বাংলার মানুষের ন্যায্য শ্রমের প্রাপ্য টাকা অবিলম্বে ফেরত চাই। চাই অবিলম্বে শুরু হোক একশো দিনের কাজ। এ-প্রসঙ্গে তৃণমূলের আরও প্রশ্ন, গুজরাতের মন্ত্রীর ছেলে ১০০ দিনের কাজে ৭১ কোটি টাকার দুর্নীতির দায়ে জেলে গিয়েছে। তারপর ওই রাজ্যে কটা দল গিয়েছে? পাহাড়প্রমাণ দুর্নীতির পর কীভাবে টাকা পাচ্ছে ডাবল ইঞ্জিন গুজরাত? আর বাংলায় মাত্র ৪ কোটি ৯১ লক্ষ টাকার কাজ নিয়ে প্রশ্ন উঠেছি,। সেই জায়গায় বাংলা ৫ কোটি ৪৪ লক্ষ টাকা উদ্ধার করে ফেরত দিয়েছে। ৭৮ জন আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরও বাংলার সঙ্গে বঞ্চনা চালিয়ে যাচ্ছে কেন্দ্র। ন্যায্য প্রাপ্য বন্ধ করে রেখে দিয়েছে।

আরও পড়ুন: ডিএলএড নিয়োগ জটিলতা: ছয় সপ্তাহে প্রশিক্ষণরতদের নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের

বৃহস্পতিবার সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু সেখর রায় (Sukhendu Sekhar Roy), সৌগত রায়-সহ(Saugata Roy) অন্যান্য সদস্যরা। ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থও (Manoj Pant, CS)। বৈঠকে কেন্দ্রের সচিব পর্যায়ের আধিকারিকরা কোনও প্রশ্নের সদুত্তর দিতে পারেনি। তৃণমূল ছাড়াও কমিটির একাধিক সদস্যও প্রশ্ন তুললেন বাংলার টাকা আটকে রাখার যৌক্তিকতা নিয়ে।

শেষে আগামী ১৫ দিনের মধ্যে মোদি সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রককে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের মার্চ মাস থেকে বাংলার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে মোদি সরকার। এই প্রকল্পেই আগের বকেয়া-সহ বর্তমানে প্রাপ্য পৌঁছেছে প্রায় ৪৫ হাজার কোটি টাকায়। কলকাতা হাইকোর্ট ১ আগস্ট থেকে কাজ চালুর নির্দেশ দেওয়ার পরেও কেন্দ্রের মোদি সরকার নীরব। শীর্ষ আদালতেও এই মর্মে ভর্ৎসিত হয় কেন্দ্র।

spot_img

Related articles

সুপার ফোরের ম্যাচে হাত মেলাবেন সূর্য-সলমনরা? সিদ্ধান্ত নিয়ে নিল আইসিসি

এশিয়া কাপে ( Asia Cup) সুপারের ম্যাচে রবিবারের মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান ( IND vs PAK)। গত রবিবার...

মেঘালয় বিধানসভার বিরোধী দলের মুখ্য সচেতক তৃণমূল বিধায়ক চার্লস পিনগ্রোপ

মেঘালয় বিধানসভায় বিরোধী দলের মুখ্য সচেতক হিসেবে দায়িত্ব পেলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক চার্লস পিনগ্রোপ। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে আনুষ্ঠানিকভাবে...

শুভেন্দু-অমিতাভের লবির ঠেলায় রাজ্য কমিটি গঠন করতে হিমশিম খাচ্ছেন শমীক!

ছাব্বিশের নির্বাচনের আগে দল গোছাতে গিয়ে হিমশিম খাচ্ছেন বিজেপির (BJP) নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharjee)। এই...

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ফাইনালে হতাশ করলেন নীরজ, আশা জাগালেন সচিন

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে(World Athletics Championships 2025 Final ) জ্যাভেলিনের ফাইনালে নজর ছিল ভারত এবং পাকিস্তানের দুই অ্যাথলিটের দিকে।...