Tuesday, January 13, 2026

PAC-তে ভর্ৎসনা কেন্দ্রকে! কেন বাংলায় একশো দিনের টাকা বকেয়া, প্রশ্ন

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও বাংলার প্রাপ্য টাকা দেয়নি কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার। বাংলার বকেয়া তো দেয়ইনি, উপরন্তু একশো দিনের কাজও (MGNREGS) বন্ধ করে রেখে দিয়েছে। চার বছর ধরে কোনও বরাদ্দ করা হয়নি। কোন অজুহাতে প্রাপ্য আটকে রেখেছে কেন্দ্র, সেই প্রশ্ন এবার ছুঁড়ে দিল সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি (PAC)।

বাংলায় ১০০ দিনের কাজের টাকা বন্ধ। কিন্তু গুজরাতে ৭১ কোটি টাকার দুর্নীতি ধরা পড়ার পরও বন্ধ হয়নি টাকা। এখন প্রশ্ন, মোদি সরকার দ্বিচারিতা চালিয়েই যাচ্ছে। কলকাতা হাইকোর্টের (Calcutta High COurt) পর শেষ পর্যন্ত সরব হতে হল সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিকেও (PAC)। তারপরও ভ্রুক্ষেপহীন কেন্দ্রীয় সরকার। আমরা বাংলার মানুষের ন্যায্য শ্রমের প্রাপ্য টাকা অবিলম্বে ফেরত চাই। চাই অবিলম্বে শুরু হোক একশো দিনের কাজ। এ-প্রসঙ্গে তৃণমূলের আরও প্রশ্ন, গুজরাতের মন্ত্রীর ছেলে ১০০ দিনের কাজে ৭১ কোটি টাকার দুর্নীতির দায়ে জেলে গিয়েছে। তারপর ওই রাজ্যে কটা দল গিয়েছে? পাহাড়প্রমাণ দুর্নীতির পর কীভাবে টাকা পাচ্ছে ডাবল ইঞ্জিন গুজরাত? আর বাংলায় মাত্র ৪ কোটি ৯১ লক্ষ টাকার কাজ নিয়ে প্রশ্ন উঠেছি,। সেই জায়গায় বাংলা ৫ কোটি ৪৪ লক্ষ টাকা উদ্ধার করে ফেরত দিয়েছে। ৭৮ জন আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরও বাংলার সঙ্গে বঞ্চনা চালিয়ে যাচ্ছে কেন্দ্র। ন্যায্য প্রাপ্য বন্ধ করে রেখে দিয়েছে।

আরও পড়ুন: ডিএলএড নিয়োগ জটিলতা: ছয় সপ্তাহে প্রশিক্ষণরতদের নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের

বৃহস্পতিবার সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু সেখর রায় (Sukhendu Sekhar Roy), সৌগত রায়-সহ(Saugata Roy) অন্যান্য সদস্যরা। ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থও (Manoj Pant, CS)। বৈঠকে কেন্দ্রের সচিব পর্যায়ের আধিকারিকরা কোনও প্রশ্নের সদুত্তর দিতে পারেনি। তৃণমূল ছাড়াও কমিটির একাধিক সদস্যও প্রশ্ন তুললেন বাংলার টাকা আটকে রাখার যৌক্তিকতা নিয়ে।

শেষে আগামী ১৫ দিনের মধ্যে মোদি সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রককে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের মার্চ মাস থেকে বাংলার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে মোদি সরকার। এই প্রকল্পেই আগের বকেয়া-সহ বর্তমানে প্রাপ্য পৌঁছেছে প্রায় ৪৫ হাজার কোটি টাকায়। কলকাতা হাইকোর্ট ১ আগস্ট থেকে কাজ চালুর নির্দেশ দেওয়ার পরেও কেন্দ্রের মোদি সরকার নীরব। শীর্ষ আদালতেও এই মর্মে ভর্ৎসিত হয় কেন্দ্র।

spot_img

Related articles

অন্যায়ভাবে নাম কাটলে রুখে দাঁড়ান: SIR নিয়ে নবান্নে তোপ মুখ্যমন্ত্রীর, নথি জমার রসিদ নেওয়ার পরামর্শ

অন্যায়ভাবে নাম বাদ! SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

উত্তরপ্রদেশে জ্যাকেটের ভিতর সাপ নিয়ে হাসপাতালে আক্রান্ত: রোগীকে চিকিৎসা ‘অস্বীকার’

কোন সাপ কামড়েছে, বোঝাতে জ্যাকেটের মধ্যে সাপ ভরে নিয়ে এলেন এক রিক্সাচালক। উত্তরপ্রদেশের মথুরায় (Mathura) মুহূর্তে চাঞ্চল্য শুরু...

শুধু অবৈধরাই তালিকার বাইরে, কে নিশ্চিত করবে: SIR হয়রানিতে কমিশনে প্রশ্ন একতা মঞ্চের

ভোটার তালিকা নিবিড় সংশোধনী নতুন কিছু নয়। কিন্তু নির্বাচন কমিশন এবার এসআইআর নিয়ে যেসব পথ অবলম্বন করছে এবং...

মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহারের কর্মসূচি শুরু অভিষেকের

কোচবিহারে মদনমোহন মন্দিরে (Madanmohan Mandir) পুজো দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রতিবারই কোচবিহারে...