Sunday, November 16, 2025

গ্রামীণ শিল্পীদের হাতের কাজ নিয়ে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বসেছে পুজোর মেলা

Date:

পুজোর গন্ধে ম ম করছে বাংলার বাতাস। চলছে প্যান্ডেল বাঁধার কাজ। সঙ্গে কেনাকাটা। আর এই সময়ই বাংলার গ্রামীণ শিল্পীদের হাতের কাজ নিয়ে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বসেছে পুজোর মেলা (Pujo Mela)। আয়োজক বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা বিএনসিসিআই। শুক্রবার মেলার উদ্বোধন করেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা। ছিলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, অশোক বণিক ও বণিকসভার শীর্ষকর্তারা। 

মেলায় বাংলার ১৬টি জেলা থেকে ৭২টি স্টল রয়েছে। মেলায় পুরুষদের পাশাপাশি মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলি তাঁদের তৈরি সম্ভার নিয়ে হাজির। কী নেই মেলায়! শাড়ি, জামাকাপড় থেকে শুরু করে হাতের কাজ, গয়না, ঘর সাজানোর সামগ্রী, নানা ধরনের বেডশিট, জৈব চাল, মাশরুম, পটচিত্র, কাপডিশ-সহ বিভিন্ন সামগ্রী।

পুজোর মুখে এই মেলা (Pujo Mela) আয়োজন করার জন্য বণিকসভার কর্তাদের ধন্যবাদ জানিয়ে ডাঃ শশী পাঁজা বলেন, “এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তাঁরা যে সব সামগ্রী নিয়ে এখানে এসেছেন সেসব তো কলকাতায় পাওয়া যায় না। কিন্তু এই মেলার দৌলতে আমরা এখন এসব কলকাতায় বসেই পেয়ে যাচ্ছি। এর জন্য আমাদের আর গ্রামে যাওয়ার দরকার নেই। আমাদের মুখ্যমন্ত্রীও ঠিক এটাই ভেবেছিলেন। গ্রাম এবং শহর এখানে এসে মিলে যাচ্ছে। এর ফলে গ্রামের শিল্পীরাও একটা বাজার পেয়ে যাচ্ছেন তাঁদের তৈরি সামগ্রী বিক্রি ও বিপণনের জন্য। মুখ্যমন্ত্রী এজন্য এমএসএমইকে এত গুরুত্ব দেন। তাঁর ভাবনার ফলেই আজ গ্রামের শিল্পীরা রাজ্যের রাজধানীতে বসে নিজেদের সামগ্রী বিক্রি করতে পারছেন।“

পুজোর মুখে আয়োজিত এই মেলায় সবাইকে আসার আমন্ত্রণ জানান কুণাল ঘোষ। তিনি বলেন, “এই যে বাংলার শিল্প, বাঙালির শিল্প, হস্তশিল্প, কুটিরশিল্প, ক্ষুদ্রশিল্প, এমএসএমই, তার পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠী তাঁরা এই মেলায় আসতে পেরে আরও উৎসাহী হবে।“ মেলার স্টল ঘুরেও দেখেন কুণাল ঘোষ ও ডাঃ শশী পাঁজা। 

২০১১ সালে ক্ষমতায় আসার পর রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে দুর্গাপুজোকে অন্যতম হাতিয়ার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোগুলিকে অনুদান দেওয়া থেকে শুরু করে কার্নিভাল, এই উৎসবকে কেন্দ্র করে গড়ে ওঠেছে এক নতুন অধ্যায়, তা হল পুজো অর্থনীতি৷ যার অঙ্ক আজ কয়েক হাজার কোটি টাকায় গিয়ে ঠেকেছে। সেই ভাবনাকে সামনে রেখে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুক্রবার থেকে শুরু হল প্রথম পুজোর মেলা। চলবে রবিবার পর্যন্ত। 

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version