Saturday, November 15, 2025

বাইচুংয়ের উপস্থিতিতে ম্যারাথনে ঢাকে কাঠি, শুরু হয়ে গেল রেজিস্ট্রেশন

Date:

পুজোর আগেই ঢাকি কাঠি পড়ে গেল কলকাতা ম্যারাথনের। পিকনিক, ক্রিকেট, সার্কাসের মতোই শীতের কলকাতার সঙ্গে মিশে গিয়েছে ম্যারাথনও। চলতি বছরে টাটা স্টিল আয়োজিত কলকাতা ম্যারাথন হবে আগামী ২১ ডিসেম্বর।

 

কলকাতার পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হল দশম বর্ষের ম্যারাথন দৌড়ের ইভেন্ট ঘোষণা। অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রাক্তন ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। শুক্রবার থেকে অর্থাৎ ১২ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে ম্যারাথন দৌড় রেজিস্ট্রেশন লিংক খুলে দেওয়া হয়েছে। এই রেজিস্ট্রেশন লিংকের অন্তিম তারিখ ১৫ ডিসেম্বর।

২১ ডিসেম্বর শীতের ভোরে প্রাক্তন তারকা ফুটবলারকে পাশে পাবে ম্যারাথনে অংশগ্রহণকারীরা। এছাড়াও থাকবেন টলিউডের তারকা শ্রাবন্তী চ্যাটার্জি। ২৫কে দিয়ে শুরু না করতে পারলেও অন্তত আনন্দ রান দিয়ে সবাইকে ম্যারাথনে যোগ দেওয়ার আবেদন জানান তারকা ফুটবলার।

প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া বলেন, কলকাতার সঙ্গে  দীর্ঘদিনের সম্পর্ক। বহু স্মৃতি জড়িয়ে রয়েছে কলকাতার সঙ্গে আমার।  আমি কলকাতায় দীর্ঘদিন ফুটবল খেলেছি। কলকাতায় ২৫ কিলোমিটার ম্যারাথন দৌড় হচ্ছে, এটা আমার কাছে বিশেষ আনন্দের ব্যাপার। আমি বলব, যাঁরা প্রথমবার ম্যারাথন দৌড়াতে চলেছেন, তাদের ২৫ কিমিতে অংশ না নিতে। কারণ শারীরিক সক্ষমতা সবার সমান নয়।

আরও পড়ুন : মানস-গৌতমদের উপস্থিতিতে জমজমাট প্রেস ক্লাবের ফুটবল, চ্যাম্পিয়ন বিশ্ব বাংলা সংবাদ

২৫ কিলোমিটার ম্যারাথনের দৌড়ের পাশাপাশি প্রতিবারের মতন এবারও থাকছে অন্য ক্যাটাগরির প্রতিযোগিতাও।১০ কে, আনন্দ রান এবং সিনিয়র সিটিজেন রানের রেজিস্ট্রেশন ১২ সেপ্টেম্বর থেকে খুলে গিয়েছে।

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version