Friday, November 7, 2025

গুটখা নিয়ে প্রশ্ন করতেই বেজায় চটলেন, কটাক্ষের জবাব দিলেন অক্ষয়

Date:

Share post:

গুটখার বিজ্ঞাপন নিয়ে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন বলিউডের খিলাড়ি। এবার সেই গুটখা খাওয়া নিয়ে এক সাংবাদিককে জোর ধমক দিলেন অক্ষয় কুমার (akshay kumar)। বুধবার কানপুরে ‘জলি এলএল বি ৩’র (jolly llb 3) ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিল ছবি তিন স্তম্ভ- অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি এবং সৌরভ শুক্লা।

অক্ষয় বরাবরই স্পষ্টভাষী। ‘জলি এলএল বি ৩’র (jolly llb 3) ট্রেলার উন্মোচনের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিন অভিনেতা। এর মাঝে এক সাংবাদিক অক্ষয়কে প্রশ্ন করেন, ছবিতে কি কানপুর শহরের ‘গুটখা’ সংস্কৃতি তুলে ধরা হয়েছে? এ প্রসঙ্গে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামতও জানতে চান সাংবাদিক। সপাটে জবাব দিয়ে অক্ষয় বলেন,”গুটখা খাওয়া উচিত নয়।” কিন্তু সাংবাদিক মাঝপথে বাধা দেওয়ার চেষ্টা করলে, অক্ষয় কড়া মন্তব্য করে বলেন, ‘ইন্টারভিউটা আমার না আপনার? আপনি আমার মুখে কথা ঢোকাবেন না… আমি বলছি, গুটখা খাওয়া খারাপ, ব্যস।”

আরও পড়ুন- পশ্চিম সিকিমের আপার রিমবিকে ভূমিধসে মৃত বেড়ে ৪

এই মুহূর্তে এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটপ্রভাবীরা পজিটি ও নেগেটিভ নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। তাঁর ভক্তরা তাঁকে ভালোবাসায় ভরিয়েছেন। একইসঙ্গে তারা অপেক্ষায় আছেন পর্দায় কবে ‘জলি এলএলবি ৩’ দেখতে পাবেন। এই ছবিতে অক্ষয় ফের জলি চরিত্রেই। তাঁর বিপরীতে আরশাদ ওয়ারসি। ছবিটি মুক্তি পাচ্ছে ১৯ সেপ্টেম্বর। সৌরভ শুক্লা, আমৃতা রাও, হুমা কুরেশি এবং অন্নু কাপুরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

চলতই বছর বলিউডের খিলাড়ি (akshay kumar) একাধিক ছবিতে অভিনয় করেছেন— sky force, kesari chapter 2, housefull-5-এ। kannappa-তে অক্ষয়কে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে। এই ছবি দিয়েই তাঁর তেলেগু ছবিতে অভিষেক। বর্তমানে তিনি শুটিং করছেন Haiwaan ছবিতে। এই ছবিতে তাঁর সহ-অভিনেতা সইফ আলি খান। শুধু তাই নয়, তিনি রয়েছেন হরর কমেডি ছবি ‘Bhoot Bangla’-তে, যা এখনও মুক্তি পায়নি।

_

_

_

_

_

 

spot_img

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...