Thursday, November 13, 2025

সোমে অবসর হাই কোর্টের প্রধান বিচারপতির: বিদায় বেলায় প্রশংসা মুখ্যমন্ত্রীর

Date:

কলকাতা হাই কোর্ট থেকেই বিচারপতি জীবনকে বিদায় জানাচ্ছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। আর সেই বিদায় সম্বর্ধনায় বাংলার মুখ্যমন্ত্রীর প্রশংসায় প্রধান বিচারপতি (Chief Justice)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কখনও বিচারবিভাগকে খালি হাতে ফেরাননি। শেষ বেলায় এভাবেই মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ কলকাতা প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম (T S Sivagnanam)।

সোমবার অবসর নিচ্ছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি। তার আগে শুক্রবার বিকালে হাই কোর্ট (Calcutta High Court) লাগোয়া টাউন হলে রাজ্যের বিচার বিভাগ দফতরের পক্ষ থেকে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রীক প্রধান বিচারপতি-সহ অন্যান্য বিচারপতিরা। ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী মানস ভুঁইয়া, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত-সহ অন্য আধিকারিকেরা।

বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান বিচারপতি (Chief Justice) বলেন, ‘মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) কখনও বিচার বিভাগকে খালি হাতে ফেরাননি।’ একই সঙ্গে, বিচার বিভাগ এবং প্রশাসনের মধ্যে একটা ভারসাম্য এবং পারস্পরিক বোঝাপড়া থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি।

যদিও তাঁর কলকাতায় বদলির পদ্ধতি নিয়ে কিছুটা অভিমানের সুর শোনা যায় বিদায়ী প্রধান বিচারপতির গলায়। তিনি বলেন, কেন আমাকে এখানে বদলি করা হয়েছিল সেটা আমি আজও জানি না। আমার মনে হয় বিচারপতি মাদুরেশ প্রসাদও (যিনিও এখানে বদলি হয়ে এসেছেন) জানেন না। তিনি বলেন, সম্প্রতি একজন বিচারপতি আমাকে জিজ্ঞাসা করছিলেন, কেন তাঁকে এখানে বদলি করা হয়েছে। আমি তাঁকে বললাম যে আমার অবসর নিতে আর ১০ দিন বাকি, আমিই এখনও জানলাম না সেই কারণটি।

আরও পড়ুন: পাঁচ জেলার শিল্পীরা ফুটিয়ে তুলবে ‘অমৃত কুম্ভের সন্ধানে’: থিম প্রকাশ চেতলা অগ্রণীর

তবে কলকাতায় এসে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি, বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। যে কলেজিয়াম আমাদের বিচারপতি পদে বসায়, তাঁরাই আমাদের বদলি করে। আমার এটা নিয়ে কোনও ক্ষোভ নেই। তিনি বলেন, ‘মাদ্রাজ থেকে এখানে বদলির বিজ্ঞপ্তি ওখানকার প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের সচিবের ই-মেলে পাঠানো হয়েছিল। বিচারপতি বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আপনি চাইলে ব্যাঙ্গালোর বা অন্য কোথাও যাওয়ার আবেদন জানাতে পারেন। কিন্তু আমি করিনি।’

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version