Thursday, November 13, 2025

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পড়ুয়া খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত!

Date:

দিনে দুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে (Dakshineswar Metro Station) দুই ছাত্রের মধ্যে বচসার জেরে নাবালক খুনের ঘটনায় অভিযুক্ত একাদশ শ্রেণির পড়ুয়াকে হাওড়া স্টেশন (Howrah station) থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কী কারণে বচসা তা জানতে ঘটনাস্থলে উপস্থিত বাকি দুই পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গিয়েছে। খুনের কারণও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর মিলেছে।

শুক্রবার আলমবাজার এলাকার এসপি ব্যানার্জী রোডের বাসিন্দা মনোজিৎ (বাগবাজার উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র) পরীক্ষা দিয়ে ফেরার পথে আগরপাড়ার বাসিন্দা সহপাঠীর সঙ্গে কোনও বিষয়কে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়েন। এরপর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের এক্সিট গেট দিয়ে বেরিয়ে খাবারের স্টলের কাছে ফের ঝামেলা বাঁধে। তখন সেখানে আরও দুই পড়ুয়া উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আচমকাই আগরপাড়ার ছাত্র ব্যাগ থেকে ধারালো অস্ত্র বার করে মনোজিতের বাঁ কাধের নিচে বুকে একাধিক কোপ দিয়ে চম্পট দেয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েও জখম ছাত্রকে বাঁচানো যায়নি। ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন অভিযুক্ত। অবশেষে শুক্রের সন্ধ্যায় তাঁকে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। ভরদুপুরে মেট্রো স্টেশনে খুনের ঘটনার পর খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কীভাবে কোনও যাত্রী ছুরি নিয়ে মেট্রোতে সফর করলেন বা কেন তাঁর ব্যাগ পরীক্ষা করা হলো না , এই প্রশ্নের কোনও উত্তর মেলেনি মেট্রো কর্তৃপক্ষের কাছে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version