Saturday, November 15, 2025

টাটানগরে বাংলায় কথা বলায় নির্মাণ শ্রমিককে কোপ! আতঙ্কে পরিবার 

Date:

টাটানগরে বাংলায় কথা বলার অপরাধে নির্মাণ শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কোপ। গুরুতর জখম অবস্থায় বর্তমানে কলকাতার এক হাসপাতালে ভর্তি তিনি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ১ নং ব্লকের বয়েরমারি ২ গ্রাম পঞ্চায়েতের উলাপাড়া গ্রামের বাসিন্দা তপশেল জমাদার শনিবার কর্মসূত্রে ফের ওড়িশা যাচ্ছিলেন। পরিবার জানাচ্ছে, গত পাঁচ বছর ধরে তিনি নির্মাণ শ্রমিকের কাজ করতেন ওড়িশায়। কিছুদিন আগে গ্রামে ফিরলেও শনিবার ফের কাজে যাচ্ছিলেন।

অভিযোগ, টাটানগর স্টেশনে নামার পর সহকর্মীদের সঙ্গে বাংলায় কথা বলছিলেন তপশেল। সেইসময় স্থানীয় কয়েকজন যুবক তাঁদের ঘিরে ধরে। অভিযোগ, বাংলায় কথা বলায় তাঁদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা শুরু হয়। বাধা দিতে গেলে হঠাৎই এক যুবক ধারালো অস্ত্র বার করে তপশেলের গলায় কোপ মারে।

রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর দ্রুত কলকাতায় আনা হয়েছে। তাঁর অবস্থা আপাতত আশঙ্কাজনক। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উলাপাড়ায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, “কাজের খোঁজে দূরে যায় গ্রামের বহু ছেলে। এভাবে বাংলায় কথা বললেই হামলার শিকার হতে হয়, এটা ভয়ঙ্কর।”

তপশেলের পরিবারের দাবি, বাংলায় কথা বলার অপরাধে এভাবে আক্রমণ হওয়া লজ্জাজনক। তাঁদের অভিযোগ, “বাংলা ভাষা ব্যবহার করায় বাংলাদেশি বলে কটূক্তি আর প্রাণঘাতী হামলা—এটা বাংলাকে অপমান করা।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ন্যায়বিচার ও সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন – সূর্য-সলমনের সৌজন্য উধাও, পাকিস্তানের জাতীয় সঙ্গীত বিভ্রাট

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এসআইআর আতঙ্ক: ফর্ম ফিলাপের আতঙ্কে ব্রেন স্ট্রোক আক্রান্ত প্রৌঢ়

এসআইআর আরও এক কতটা জটিল একজন সাধারণ গ্রামের মানুষের কাছে তার আরও এক প্রমাণ মিলল। কখনও নামের বানান,...

নাট্য জগতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু

মঞ্চে নিভেছে আলো, শোকের আবহ বাংলা নাট্য জগতে। চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু (Bhadra Basu)। শারীরিক অসুস্থতার...

বেতন কমিয়ে পুরানো দলে ফিরলেন জাদেজা, দলবদল সঞ্জুর

  ভারত দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই আইপিএলের(IPL) দলবদল নিয়ে চর্চা তুঙ্গে। শনিবার ছিল আইপিএল রিটেনশন লিস্ট জমা দেওয়ার শেষ...

ফরিদাবাদ থেকে বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষার সময় বিস্ফোরণ, নওগ্রামে মৃত বেড়ে ৯!

দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের (Red fort area blast) ঘটনার পর তদন্তে নেমে ফরিদাবাদ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক অ্যামোনিয়াম...
Exit mobile version