সবচেয়ে ছোটো গল্প, উৎপল সিনহার কলম 

Date:

Share post:

পৃথিবীর সবচেয়ে ছোটো গল্পটি মাত্র ৬ শব্দের । এই গল্প পড়তে শুরু করলেই শেষ হয়ে যায় । লেখক আর্নেস্ট হেমিংওয়ে । গল্পটি এইরকম :” For Sale : baby shoes , never worn .”
বিক্রির জন্য , শিশুর জুতো , ব্যবহৃত নয় ।
গল্প শেষ ।

রবীন্দ্রনাথের রয়েছে একটি অতি ক্ষুদ্র পুরাতন গল্প । খুব কম শব্দে কয়েকটি অবিস্মরণীয় গল্প লিখে গেছেন বনফুল , বলাইচাঁদ মুখোপাধ্যায় । শিবরাম চক্রবর্তীর খুদে গল্পগুলো ভোলা যায় না । তারাপদ রায় তো এ বিষয়ে অনন্য ।

আধুনিক ছোট গল্পের জনক মপাসাঁ বারবার মুগ্ধ ও‌ বিস্মিত করেছেন আমাদের । তাঁর লেখা ছোট্ট গল্প ‘ নেকলেস ‘ ( লা পারুর ) অসামান্য । এছাড়া ‘ চর্বির বল ‘ ( বোলে দে সুইফ ) অতি জনপ্রিয় । তাঁর পোস্টকার্ড সাইজের গল্প উল্লেখযোগ্য ।

শুধুমাত্র জিজ্ঞাসা চিহ্ন এবং বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করে দুই মহামেধার চিঠি চালাচালি তো আজ ইতিহাস। একজন চিঠিতে লিখলেন ‘ ? ‘

এর উত্তরে অন্যজন লিখলেন  ‘ ! ‘

কিন্তু এ তো গেল যতিচিহ্ন ব্যবহার করে অসামান্য কুশল বিনিময় । গল্প তো নয় । গল্পের একটা প্লট থাকতে হয় , একটা ঘটনা লাগে । উত্থান- পতন থাকে , একটা ক্লাইম্যাক্স থাকে । শব্দ , শব্দবন্ধ থাকে , বাক্য থাকে ।

এ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ছোটো গল্পের স্রষ্টা হেমিংওয়ে মাত্র ৬ টি শব্দ দিয়ে গঠিত একটি বাক্যে গল্পটি সম্পূর্ণ করেছেন । এখানেই অসামান্য হয়ে ওঠে গল্পটি ।

হেমিংওয়ে এই গল্প লেখেন বন্ধুদের সঙ্গে বাজি ধরে । এক গ্রীষ্মে বোটে করে মাছ ধরতে গিয়েছেন তিন বন্ধু । অনেক চেষ্টা করেও মাছ মিলছে না । সকলে বিরক্ত ।

সময় কাটছে না । স্ন্যাক্সের প্যাকেট খোলা হলো এবার ।হেমিংওয়ের সঙ্গে ছিলেন ফিদেল কাস্ত্রো এবং চে গুয়েভারা । হঠাৎ ফিদেল হেমিংওয়েকে বলেন , ‘ এই মুহূর্তে একটা গল্প লিখে দেখাও তো ‘ । জবাবে লেখক বলেন , ‘ এই মাঝনদীতে কিভাবে গল্প লিখবো , খাতাপত্র , নোটবুক কিছুই সঙ্গে নেই যে ‘ । হাত মুছতে মুছতে চে বলেন , ‘ ইচ্ছে থাকলে টিস্যু পেপারেও গল্প লেখা যায় ‘ ।

এবার চ্যালেঞ্জ গ্রহণ করলেন লেখক । হাত বাড়িয়ে টিস্যু পেপারটি নিলেন । কিছুক্ষণ তাকিয়ে রইলেন শান্ত , স্বচ্ছ নদীর জলের দিকে । তারপর লিখে ফেললেন সেই ছয়টি শব্দ , যা অবিস্মরণীয় । লিখলেন :
” ফর সেল , বেবিস সুজ , নেভার ওর্ন ” ।

বাচ্চার জন্য জুতো কেনা হয়েছিল । তবে সেই বাচ্চাটি পৃথিবীর আলোই দেখে নি । মায়ের গর্ভেই শিশুটির মৃত্যু হয় । মাত্র ৬ শব্দে গর্ভে মারা যাওয়া শিশুর জন্য মায়ের অনুভূতি । গল্পটা দারুণ পছন্দ হলো বন্ধুদের । তাঁরা মুগ্ধ ও‌ শিহরিত হলেন । কাস্ত্রো সেই মুহূর্তেই ১০ ডলার দিয়ে পুরস্কৃত করলেন বন্ধু লেখককে ।

এ ধরনের গল্পকে বলা হয় ‘ অনু গল্প ‘ বা ‘ ফ্ল্যাশ ফিকশন ‘ । কেউ কেউ বলেন , ‘ মাইক্রো শর্ট স্টোরি ‘ । তবে , মাত্র ৬ শব্দের এই বিখ্যাত গল্প নিয়ে অন্য একটি জনশ্রুতিও প্রচলিত রয়েছে । সেখানে বলা হয় , অফিসের ৬ জন বন্ধুর সঙ্গে বাজি ধরেন লেখক । মাত্র ৬ টি শব্দ দিয়ে নাকি চমৎকার একটা গল্প লেখা সম্ভব , এমন কথা লেখকের মুখে শুনে বন্ধুরা হেসে উড়িয়ে দেন এবং বিদ্রুপ করেন । তখন জেদ চেপে যায় লেখকের এবং বন্ধুদের সঙ্গে বাজি ধরেন ১০ ডলার । বলা বাহুল্য , শেষ পর্যন্ত বাজি জেতেন হেমিংওয়ে । মার্কিন সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হন ।

সবশেষে বলা যাক পৃথিবীর সবচেয়ে ছোটো ভূতের গল্পটি। লেখক ফ্রেডরিক ব্রাউন । গল্পটির নাম ‘ নক ‘ ।

গল্পটা এইরকম :” দ্য লাস্ট ম্যান অন আর্থ সেট আ রুম । দেয়ার ওয়াজ আ নক অন দা ডোর । ” পৃথিবীর সর্বশেষ মানুষটি একটি ঘরে বসে আছেন । হঠাৎ কে যেন দরজায় কড়া নাড়লো ।

কে ? কে হতে পারে ? পৃথিবীতে
আর তো কোনো মানুষই নেই !
তাহলে ?

আরও পড়ুন – বিজেপি নেতাকে চটিপেটা বিজেপির কাউন্সিলরের! খড়গপুরে প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল

spot_img

Related articles

গরিব দেশের রাজার গল্প: প্রতিবছর বিয়ে, এলাহি জীবনযাপন করেন ‘দ্য লায়ন’

আফ্রিকা মহাদেশের ইসোয়াতিনির (আগে নাম ছিল সোয়াজিল্যান্ড) রাজা। রাজাদের আফ্রিকা মহাদেশের এই দেশে 'দ্য লায়ন' বলে আখ্যা দেওয়া...

‘অসম্ভব কিশোর’, উৎপল সিনহার কলম

এ পৃথিবী একবার পায় তারে , পায়নাকো আর... কার কথা ভেবে এমন অসামান্য পংক্তি লিখে গেছেন জীবনানন্দ? গূঢ় এ আলোচনা...

এশিয়ার সবথেকে ধনী গ্রাম ভারতেই! সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠবেন 

গোটা এশিয়ার মধ্যে সবথেকে ধনী গ্রাম (Asia's richest village)রয়েছে ভারতবর্ষের বুকেই। যেখানে জনসংখ্যা মাত্র ৩২ হাজার অথচ সম্পত্তির...

রোম যখন পুড়ছিল, উৎপল সিনহার কলম 

" Nero fiddles while Rome burns "নীরো বাঁশি বাজাচ্ছিলেন রোম যখন পুড়ছিল । বাঁশি বাজাচ্ছিলেন নাকি বেহালা ? কী...