Saturday, November 15, 2025

বিজেপি নেতাকে চটিপেটা বিজেপির কাউন্সিলরের! খড়গপুরে প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল

Date:

Share post:

তোর মত চোর নই!
আরও ওড়, আরও ওড়!
একে অপরকে মাত্রাবিহীন গালি। বাকি থাকল না চটিপেটাও। ঠিক এভাবেই টাকার ভাগ নিয়ে বিজেপি কাউন্সিলরের সঙ্গে রীতিমত মারামারিতে বিজেপির নেতা। রাজ্যে ক্রমশ মুছে যাওয়ার পথে বিজেপির জনসমর্থন। অথচ সেই অবস্থাতেই কীভাবে বিজেপি নেতারা দুর্নীতিতে জড়িয়ে পড়াতেই বেশি নজর দিয়েছেন, তা স্পষ্ট একের পর এক ঘটনায়। কোথাও বিজেপি নেতার কুপ্রস্তাবের জেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন বিজেপির নেত্রীই। আবার কোথাও মানুষকে অবাক করে দিয়ে চটি-পেটার নোংরামোতে বিজেপি নেতৃত্ব। সেরকমই নজিরবিহীন ছবি ধরা পড়ল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) প্রাক্তন সাংসদক্ষেত্র খড়গপুরে (Kharagpur)।

খড়গপুর (Kharagpur) পুরসভার আয়মা এলাকায় কাউন্সিলর (councilor) মমতা দাসের সঙ্গে টাকার ভাগাভাগি নিয়ে অশান্তির অভিযোগ স্থানীয় নেতা অশোক সিংয়ের সঙ্গে। রবিবার সকালে মমতা দায় অশোক সিংয়ের দলীয় কার্যালয়ে চড়াও হন বলে অভিযোগ। সেখানে ঢুকেই নিজের পায়ের চটি খুলে নিয়ে তিনি অশোক সিংকে বেশ কয়েক ঘা দেন। পাল্টা অশোকও চটি তুলে নিয়ে আঘাত করার চেষ্টা করেন। পরে অশোক চটি ছুঁড়ে বাইরে ফেলে দিলে বেরিয়ে যান মমতা।

তবে দফতরের বাইরে বেরিয়েও দুই বিজেপি নেতা নিজেদের মধ্যে গালিগালাজ চালিয়ে যেতে থাকেন। একদিকে মমতা অশোককে চোর বলে গালি দেন। অন্যদিকে অশোক ক্ষমতার বলে কাউন্সিলর মমতার ওড়া নিয়ে কটাক্ষ করতে থাকেন। গোটা ঘটনাই আয়মা এলাকায় স্থানীয় বাসিন্দাদের সামনে চলতে থাকে। এক জনপ্রতিনিধি ও এক নেতার কাণ্ড দেখে কার্যত চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের।

আরও পড়ুন: পরপর দুটি ভূমিকম্প, কেঁপে উঠল অসম থেকে উত্তরবঙ্গ

বাংলার কোনও প্রান্তে ক্ষমতায় আসতে পেরেই বিজেপির নেতা, পদাধিকারীরা যে চেহারা নিজেদের তুলে ধরেছেন তাতেই স্পষ্ট, বাংলা দখলের যে দাবি তাঁরা করেন, তা বাস্তবায়িত হলে রাজ্যে কী পরিস্থিতি হবে। শনিবারই শিলিগুড়ির (Siliguri) সাংগঠনিক জেলার সভাপতি অরুণ মণ্ডলের বিরুদ্ধে সেখানকার মহিলা মোর্চার সহ-সভাপতি দেবযানী সেনগুপ্ত কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন। এমনকি তিনি আত্মহত্যার চেষ্টা করা দেবযানীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালেও ভর্তি করতে হয়। এরপর রবিবার ফের বিজেপির নেতাদের সেই কুরুচির ছবি উঠে এলো খড়গপুর শহর থেকে, যেখানে নেতা-নেত্রীরা প্রকাশ্যে জুতো পেটা করে নিজেরাই সেই সব ভিডিও ভাইরাল করলেন।

spot_img

Related articles

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...