রক্ত আর ক্রিকেট একসঙ্গে চলতে পারে? ভারত-পাক ম্যাচ নিয়ে শাহকে নিশানা মহুয়ার

Date:

Share post:

রবিবার এশিয়া কাপের ( Asia Cup) গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। ম্যাচ ঘিরে উন্মাদনার চেনা চিত্র উধাও। ভারত-পাক ম্যাচ ইস্যুতে অমিত শাহকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয় মৈত্র(Mahua Moitra)।

 

ভারত-পাকিস্তান ম্যাচের রাজনৈতিক ময়দানে বিতর্ক তুঙ্গে। পহেলগাঁও-র জঙ্গি হামলার ঘটনার পর প্রথমবার ক্রিকেট মাঠে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। তার আগে  সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদ লিখেছেন,   ‘পাকিস্তানে রক্ত ​​আর জল একসঙ্গে বইতে পারে না। কিন্তু রক্ত ​​আর ক্রিকেট একসঙ্গে চলতে পারে। বিশেষ করে, অমিত শাহর ‘একমাত্র যোগ্যতাসম্পন্ন’ পুত্রের ভাগ্যের ওপর নির্ভর করে। সেরা দলই জয়লাভ করুক।’

পহেলগাঁও-র ঘটনার পর পাকিস্তানকে পাল্টা জবাব দিতে অপারেশন সিন্দুরের মাধ্যমে একাধিক জঙ্গি শিবিরের ঘাটি  গুঁড়িয়ে দেওয়া হয়।  শুধু তাই নয় সিন্ধু জল বন্টন চুক্তিও স্থগিত করে ভারত সরকার। পাকিস্তানকে হুঁশিয়ারি দেন নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘সন্ত্রাসবাদ ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। আর জল আর রক্তও একসঙ্গে বইতে পারে না।’ এবার বিজেপি এবং অমিত শাহকে পাল্টা কটাক্ষ করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। বর্তমানে আইসিসির চেয়ারম্যান জয় শাহ।

আরও পড়ুন: থামছে না ভারত-পাক ম্যাচ বিরোধিতার বিক্ষোভ, বিবেক কি মরে গেছে? তোপ আপের 

রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিও পাকিস্তান ম্যাচ বয়কট করার পক্ষে। তিনি জানিয়েছেন, মনোজ জানিয়েছেন, “আমি ক্রিকেটার ছিলাম, কিন্তু এখন অবসর নিয়েছি। কিন্তু খেলার প্রতি আমার আবেগ আছে। আমরা জানি কয়েক মাস আগে পহেলগাঁওতে নৃশংস ঘটনা ঘটেছে। আতঙ্কবাদীরা সীমান্ত পেরিয়ে এসে আমাদের দেশের সাধারণ মানুষদের হত্যা করেছে।  নিহত মানুষদের  পরিবারের মানুষদের চোখের জলও দেখেছি। এরপর  অপারেশন সিন্দুর হয়েছে। এরপর বিসিসিআই বা এসিসিতে যারা আছেন তাদের এই ম্যাচটা নিয়ে ভাবা দরকার ছিল। আমি এশিয়া কাপ বয়কট করার  কথা বলছি না। কিন্তু শুধু মাত্র এই ম্যাচটা নিয়ে ভাবনা চিন্তা করার দরকার ছিল।”

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় কটাক্ষের সুরে বলেছেন, দেশ জুড়ে এখন জ্যাঠা ভাইপো চলছে।

 

spot_img

Related articles

চলন্ত বাসে ভয়াবহ আগুন, রাজস্থানের ঘটনার পুনরাবৃত্তি অন্ধ্রপ্রদেশে! মৃত একাধিক

শুক্রবার ভোররাতে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার (Kurnul District) চিন্নাটেকুর গ্রামের কাছে বাইকের সঙ্গে যাত্রীবোঝাই বাসের সংঘর্ষে (bus accident in...

বামা কালীর নাচে মুগ্ধ শাহরুখের কেকেআর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট নাইটদের

দীপাবলির আলো ঝলমলে উৎসবের মেজাজের শেষে প্রতিমা নিরঞ্জনেও উজ্জ্বল নদিয়ার শান্তিপুর (Shantipur, Nadia)। প্রতিবছরের মতো এবারও নৃত্যরত বামা...

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়, কোন অঙ্কে বিশ্বকাপের সেমিতে ভারত?

ভাইফোঁটার দিনেই মহিলাদের একদিনের বিশ্বকাপে(ICC Women World cup) সেমিফাইনালে স্থান নিশ্চিত করল ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৩...

চাপ দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়: বিস্ফোরক নারদ মামলার প্রথম তদন্তকারী CBI আধিকারিক

বিস্ফোরক স্বীকারোক্তি নারদ (Narada Case) মামলার প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের (Ranjit Kumar)। একটি অডিও সাক্ষাৎকারে তিনি...