“সিএবিতে বিরোধী নেই”, সভাপতি পদ নিশ্চিত করেই বড় বার্তা দিলেন সৌরভ

Date:

Share post:

৬ বছর পর বঙ্গ ক্রিকেটের মসনদে ফেরা নিশ্চিত হয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। ৩ বছর পর ফিরতে চলেছেন ক্রিকেটের প্রশাসনিক পদে। রবিবার সিএবি(CAB) সভাপতি হিসেবে মনোনয়ন জমা দিলেন সৌরভ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বঙ্গ ক্রিকেটে দ্বিতীয় ইনিংস সূচনা করতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

 

রবিবার ছিল সিএবি নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। বেলাশেষ সৌরভ গঙ্গোপাধ্যায় সহ তার প্যানেলের সদস্যরা সিএবিতে মনোনয়ন জমা দেন। ভোট ছাড়াই সিএবিতে ক্ষমতায় আসতে চলেছে সৌরভের কমিটি। আগামী ২২ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা, তারপরই সরকারিভাবে দায়িত্ব নেবেন মহারাজ।

 

সিএবির নতুন কমিটিতে সভাপতি হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব পদে আসছেন বাবলু কোলে।কোষাধ্যক্ষ হচ্ছেন সঞ্জয় দাস, যুগ্মসচিব হচ্ছেন মদনমোহন ঘোষ।সহ সভাপতি পদে আসছেন নিশীথরঞ্জন(অনু) দত্ত।বিরোধীদের পক্ষে সৌরভের বিরুদ্ধে কেউ প্রার্থী না হওয়ায় সভাপতি পদে নির্বাচনের প্রয়োজন নেই। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ।

 

দায়িত্ব নেওয়ার আগেই সৌরভ কিন্তু সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিলেন  মহারাজের কথায়, “আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সব জায়গাতেই কিছু না কিছু সমস্যা থাকে। সেগুলো মেটাতে হবে। আর ক্রিকেটের ক্ষেত্রে আমি তো আর নেমে খেলব না। সেটা ক্রিকেটারদেরই করতে হবে। বাংলার ক্রিকেট নিয়ে বেশ কিছু পরিকল্পনা আছে। মাঝে কোভিডের জন্য অনেক কিছু আটকে পড়েছিল। দেখতে হবে, আর কী কী ভাবে উন্নতি করা যায়।”

সভাপতি পদে ফেরার আগে মহারাজ বলে দিলেন, সিএবিতে কোনও বিরোধী নেই, তবে নির্বাচনের জন্য প্রস্তুত ছিলাম। দেড় বছর ধরে নির্বাচনের জন্য লড়েছি। বিভিন্ন জেলায় ছুটে গেছি।

ইডেনে সৌরভ বলেন, “আমি নির্বাচনের জন্য তৈরি ছিলাম। গত দেড় বছর ধরে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া বিভিন্ন জায়গায় গাড়িতে চার-সাড়ে চার ঘণ্টা যাতায়াত করে সবার সঙ্গে সম্পর্ক ভাল রেখেছি। কিন্তু নির্বাচন হচ্ছে না, কী আর করা যাবে।” সৌরভ গঙ্গোপাধ্যায় আরও বলেন, আমরা শুধু ক্রিকেটারদের সাহায্য করতে পারি।  খেলতে প্লেয়ারদেরই হবে। আমার অনেক পরিকল্পনা আছে ।

আরও পড়ুন :ডায়মন্ড হারবারের বিরুদ্ধে জয়, চ্যাম্পিয়ন হওয়ার পথে এগোচ্ছে ইস্টবেঙ্গল

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবি’র সভাপতি ছিলেন সৌরভ। ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হন। যে পদে তিনি ২০২২ পর্যন্ত ছিলেন। এবার ফের বঙ্গক্রিকেটের প্রশাসনিক পদে ফিরতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

 

 

 

spot_img

Related articles

ফের ধস উত্তরবঙ্গে, চারদিন বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

গোটা রাজ্য থেকে মৌসুমী বায়ু বিদায় নিলেও উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও কিছুটা সময় লাগবে। উত্তরবঙ্গে...

ফের ওড়িশা! বাংলা বলায় মারধর বাংলার শ্রমিককে

বাঙালিদের বিরুদ্ধে বিদ্বেষ বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভাইরাসের মতো ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। যার ভয়ঙ্কর উদাহরণ মিলেছে প্রতিবেশী ওড়িশা...

আজ নাগরাকাটায় মুখ্যমন্ত্রী: যাবেন পার্শ্ববর্তী বিপর্যস্ত এলাকাতেও

উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি বুঝে নিতে দ্বিতীয়বার উত্তরের তিন জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার তাঁর উত্তরবঙ্গে...

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...