নবম-দশমের পর রবিবার রাজ্য জুড়ে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা (Recruitment Exam) শুরু হল নির্বিঘ্নে। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সকাল থেকে শহরের সব রাস্তায় যান চলাচল স্বাভাবিক থেকেছে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে কোনও অসুবিধা না হয় এদিকে সজাগ দৃষ্টি দিয়েছে প্রশাসন। নির্ধারিত সময়ে ঠিক দুপুর বারোটায় শুরু হল স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) দ্বিতীয় দফার নিয়োগ পরীক্ষা।

সুপ্রিম নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই দু-দফায় নিয়োগ পরীক্ষা নিচ্ছে কমিশন। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) শনিবার জানিয়েছিলেন, প্রথম দফার মতো দ্বিতীয় দফার পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। দুপুর বারোটা পর্যন্ত সার্বিক রিপোর্ট বলছে রাজ্যজুড়ে এসএসসি পরীক্ষার্থীদের কোথাও কোনও সমস্যা হয়নি। কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্যে দিয়ে নিজেদের সেন্টারে প্রবেশ করার পর ঠিক দুপুর বারোটায় শুরু হল একাদশ- দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা।

–

–

–

–

–

–

–

–