Saturday, November 15, 2025

রানের রাজা ইংল্যান্ড, তিন ফর্ম্যাটেই সর্বোচ্চ স্কোরে ইংরেজদের নজরকাড়া রেকর্ড

Date:

কথায় আছে খেলার জন্ম বিলেতে। বিশ্বকাপ জেতার নিরিখে অস্ট্রেলিয়া এগিয়ে থাকতে পারে। কিন্তু তিন ফর্ম্যাটে সর্বোচ্চ রানের নিরিখে রেকর্ড কিন্ত ইংল্যান্ডের (England) দখলেই।

কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’উইকেটে ৩০৪ রান তোলে, তা পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ স্কোর। শীর্ষে আছে জিম্বাবোয়ে (৩৪৪ রান)। দ্বিতীয় স্থানে আছে নেপাল (৩১৪ রান)। স্বভাবতই টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান করল ইংল্যান্ড। কিন্তু এই দুই দেশ আইসিসির স্থায়ী সদস্য নয়। এমনকি তারা আইসিসির স্থায়ী সদস্যের বিরুদ্ধে করেওনি এই রান। কিন্তু ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই রান করেছে। যারা স্থায়ী সদস্য আইসিসির।

৩০৪ রানের মধ্যে ইংল্যান্ডের ২২৮ রানই এসেছে বাউন্ডারিতে। যা পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তৃতীয় সর্বোচ্চ। মোট ৩০টি চার মেরেছেন ইংল্যান্ডের ব্যাটাররা। যা যুগ্মভারে সর্বোচ্চ। মোট বাউন্ডারির সংখ্যা হল ৪৮ ।

এবার আসা যাক টেস্টের কথায়।  ইংল্যান্ড  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭ উইকেটে ৯০৩ রান করেছিল। ১৯৩৮ সালে  এই কীর্তি গড়েছিল ইংল্যান্ড। আইসিসির স্থায়ী সদস্যের বিরুদ্ধে কোনও দেশের এটাই দ্বিতীয় সর্বোচ্চ রান। সেই ম্যাচে ইংল্যান্ডের লেন হাটন ৩৬৪ রান করেছিলেন।

আরও পড়ুন: জয়ের পরই সূর্যের গলায় প্রতিবাদের সুর, বোর্ডের নীতি নিয়ে কী বললেন?

এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের আছে সর্বোচ্চ ৪৮১ রান। ২০১৮ সালে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই রান করেছিল। আইসিসির স্থায়ী সদস্যদের বিরুদ্ধে  এটাই কোনও দলের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান।

Related articles

এসআইআর আতঙ্ক: ফর্ম ফিলাপের আতঙ্কে ব্রেন স্ট্রোক আক্রান্ত প্রৌঢ়

এসআইআর আরও এক কতটা জটিল একজন সাধারণ গ্রামের মানুষের কাছে তার আরও এক প্রমাণ মিলল। কখনও নামের বানান,...

নাট্য জগতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু

মঞ্চে নিভেছে আলো, শোকের আবহ বাংলা নাট্য জগতে। চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু (Bhadra Basu)। শারীরিক অসুস্থতার...

বেতন কমিয়ে পুরানো দলে ফিরলেন জাদেজা, দলবদল সঞ্জুর

  ভারত দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই আইপিএলের(IPL) দলবদল নিয়ে চর্চা তুঙ্গে। শনিবার ছিল আইপিএল রিটেনশন লিস্ট জমা দেওয়ার শেষ...

ফরিদাবাদ থেকে বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষার সময় বিস্ফোরণ, নওগ্রামে মৃত বেড়ে ৯!

দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের (Red fort area blast) ঘটনার পর তদন্তে নেমে ফরিদাবাদ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক অ্যামোনিয়াম...
Exit mobile version