Friday, November 7, 2025

জয়ের পরই সূর্যের গলায় প্রতিবাদের সুর, বোর্ডের নীতি নিয়ে কী বললেন?

Date:

তিক্ততা এবং একরাশ ঘৃণার আবহেই রবিবার পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেছিল ভারত(India)। মাঠে কার্যত পাকিস্তানকে দুরমুশ করেছে ভারতীয় দল। সেইসঙ্গে নীরবেই উপেক্ষা করেছে প্রতিপক্ষকে। ম্যাচ শেষে প্রতিবাদের সুর সূর্যের গলায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে সংবাদিক সম্মেলন সর্বত্রই ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব প্রতিপক্ষ দেশকে জবাব দিলেন।

সংক্ষিপ্ত কথায় নিজের অনুভূতি ব্যক্ত করেন সূর্য। ম্যাচ শেষে পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে করমর্দন করেনি ভারতীয় ক্রিকেটাররা। অপারেশন সিন্দুরের পরও পহেলগাঁও কাণ্ডের ক্ষত শুকাইই নি তা বুঝিয়ে দিলেন সূর্য। তাঁর কথায়, ‌আমরা পহেলগাঁও জঙ্গিহানায় নিহতদের পরিবারের পাশে আছি। তাঁদের জন্য আমাদের সমবেদনা রইল। আমাদের আজকের জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করতে চাই। তারা এভাবেই অনুপ্রাণিত করুক আমাদের।

এরপর সাংবাদিক সম্মেলনেও সরব হলেন ভারত। প্রসঙ্গ উঠতেই সূ্র্য়ের জবাব, “ আমি এই প্রসঙ্গে কিছু বলতে চাই। আমরা পহেলগাঁওয়ে নিহতদের পরিবারের পাশে আছি। তাদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে।আমার মনে হয় স্পোর্টসমানশিপের ঊর্ধ্বেও কিছু জিনিস আছে। ভারতীয় সেনাবাহিনীরও পাশে রয়েছি। আমরা এখানে আসার সময়েই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, খেলতে আসছি। এর থেকে ভালো সুযোগ হয়তো পাব না। এর যোগ্য জবাব দিতে চেয়েছিলাম। মাঠেই এর যথাযথ জবাব দিয়েছি। বিসিসিআই এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা সম্পূর্ণ একমত।”

রবিবার ছিল সূর্য কুমারের জন্মদিন। ম্যাচ শেষে ভারত অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানায় সমর্থকরা। এই প্রসঙ্গে বার্থ ডে বয় বলেন সূর্য বলেন, ‘’পাকিস্তানের বিরুদ্ধে জয় দারুণ অনুভূতি। এই জয় দেশকে আমার পক্ষ থেকে আদর্শ রিটার্ন গিফট।’’

আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচে ব্যাটে-বলে নজর কাড়লেন কারা? দেখুন স্কোরশিট

কুলদীপ অক্ষররা শুরু থেকে স্পিনের ভেলকি দেখাচ্ছেন। ভারতীয় স্পিনারদের নিয়ে সূর্য বলেন, ‘’ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে স্পিনারদের বড় ভূমিকা ছিল। সেখান থেকেই শুরু হয়েছে। আমি স্পিনারদের খেলাতে পছন্দ করি।’’ ম্য়াচ শেষে সাজঘরে সূর্যের জন্মদিন পালন হয়।

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...
Exit mobile version