Sunday, November 16, 2025

দায়ের খুনের অভিযোগ, যাদবপুরে তদন্তে কলকাতা পুলিশের গোয়েন্দারা

Date:

পুলিশের তদন্তে উপর আস্থা প্রকাশ করে লালবাজারের দ্বারস্থ হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিহত পড়ুয়ার বাবা-মা। এরপরই তাঁদের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করে শুরু হয়েছে তদন্ত। সেই তদন্ত এবার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা পৌঁছলেন বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)। অন্য়দিকে তদন্তের জিজ্ঞাসাবাদে যাদবপুর থানায় (Jadavpur police station) যান নিহত ছাত্রীর বাবা-মা।

যাদবপুরে ঝিলে ডুবে ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই নিহত ছাত্রীর কিছু সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করেছে কলকাতা পুলিশ। বিশ্ববিদ্যালয়ে ফরেনসিক বিভাগের আধিকারিকরা নমুনা সংগ্রহও করেছেন। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সিসিটিভির (CCTV) অপ্রতুলতা তদন্তে ফের একটা প্রশ্ন চিহ্ন তুলেছে। ঘটনাস্থলের কোনও সিসিটিভি ফুটেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে দিতে পারেনি।

মঙ্গলবার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা বিশ্ববিদ্যালয়ে যান তদন্তে। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রণব কুমার, সাউথ সাবার্বান পুলিশ কমিশনার বিদিশা কলিতা ঘটনাস্থলে যান। বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) কর্মীদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি আগে জিজ্ঞাসাবাদ চালানো পড়ুয়াদের বয়ান মিলিয়ে দেখা হয়।

আরও পড়ুন: কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে বঞ্চনা, সরকারি কর্মীদের বেতনে খতে মলমের চেষ্টা কেন্দ্রের

এইদিনই যাদবপুর থানায় যান নিহত পড়ুয়ার বাবা-মা। সোমবার খুনের মামলা দায়ের করার পরে কোন পথে পুলিশি তদন্ত এগোবে, তা নিয়ে পুলিশের তদন্তেই আস্থা রেখেছেন তাঁরা। এর আগেই নিহতের বাবা অর্ণব মণ্ডল দাবি করেছিলেন ঝিলে তাঁর মেয়েকে ঠেলে ফেলে দেওয়ার। এমনকি জোর করে মদ্যপান করিয়ে ঠেলে ফেলে দেওয়ার আশঙ্কাও করেছেন তিনি।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version