বাঙালির শ্রেষ্ঠ উৎসব আগমনের আর সপ্তাহ দুয়েকও বাকি নেই, কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টির তরফে আলবিদা বলার কোনও ইঙ্গিত মিলছে না। বাঙালির বৃষ্টিভেজা দুর্গাপুজোর আশঙ্কা আগেই জানা গেছে। সেইমতোই দেবীপক্ষ শুরুর এক সপ্তাহ আগেও ঝড় বৃষ্টি দুর্যোগ দক্ষিণবঙ্গে। মঙ্গল- বুধে দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির হলুদ সতর্কতা (Yellow alert) জারি করা হয়েছে জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আজ ও আগামিকাল কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে।

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, মঙ্গলবার উত্তরের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বর্ষণ চলবে। বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে উত্তর দিনাজপুরে।পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায়, উত্তর-পূর্ব বাংলাদেশ এবং মধ্য অসম সংলগ্ন এলাকায় রয়েছে একাধিক ঘূর্ণাবর্ত থাকায় আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি থাকবে। কলকাতায় বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য নিচে থাকলেও বাতাসে প্রচুর জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি কাটছে না।

–

–

–

–

–

–

–

–
–