কারা হচ্ছে ভারতীয় দলের নতুন স্পনসর? পাওয়া গেল বিরাট আপডেট

Date:

Share post:

এশিয়া কাপে (Asia Cup) স্পনসরহীনভাবে খেলছে ভারত।  টিম ইন্ডিয়ার (Team India) নতুন স্পনসর (Sponcor) কে হবেন? তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ইতিমধ্যেই টেন্ডার জমা দেওয়ার দিন শেষ হয়েছে। দেশীয় এবং বিদেশি সংস্থা ভারতীয় দলের  স্পনসর হওয়ার দৌড়ে আছে। তবে মঙ্গলবার বেলাশেষের খবর স্পনসরের নাম প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে শুধু সরকারি ঘোষণাটুকু বাকি।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, ক্যানভা ও জেকে টায়ারও ভারতীয় ক্রিকেট দলের স্পনসর হওয়ার দৌড়ে ছিল। এর পাশাপাশি তালিকায় আছে  বিরলা অপ্টাস পেন্টস স্পনসর হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেও  নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি।  তবে একটি স্পনসরের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে।

একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, আগের স্পনসর ‘ড্রিম ১১’ প্রতি ম্যাচ পিছু ৪ কোটি টাকা দিত বিসিসিআইকে। জানা গিয়েছে, ‘অ্যাপোলো টায়ার্স’ প্রতি ম্যাচের জন্য বোর্ডকে ৪ কোটি ৫০ লক্ষ টাকা করে দেবে। ২০২৭ সাল পর্যন্ত চুক্তি থাকবে এই সংস্থার সঙ্গে।  কবে থেকে সেই চুক্তি শুরু হচ্ছে তা অবশ্য এখনও জানা যায়নি।

আরও পড়ুন: ফাইনালে উঠলেও বজায় থাকবে ‘বয়কট নীতি’!পাকিস্তানকে জবাব রণকৌশল তৈরি ভারতের

২ সেপ্টেম্বর থেকে দরপত্র গ্রহণ করা শুরু হয়েছিল। ১৬ সেপ্টেম্বর, অর্থাৎ মঙ্গলবারই তা শেষ হয়। কারা দরপত্র পাঠাবে, তার একটা নির্দেশিকাও তৈরি করা ছিল। অনলাইন গেমিং, জুয়া বা ওই ধরনের কাজকর্মের সঙ্গে কোনও সংস্থা দরপত্র পাঠাতে পারবে না।  ফলে অনেক সাবধানী নীতি নিয়েছে বিসিসিআই। মহিলা বিশ্বকাপ থেকেই নতুন স্পনসরের নাম ভারতীয় দলের জার্সিতে থাকবে কিনা তা এখনও জানা যায়নি।

spot_img

Related articles

আজ নাগরাকাটায় মুখ্যমন্ত্রী: যাবেন পার্শ্ববর্তী বিপর্যস্ত এলাকাতেও

উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি বুঝে নিতে দ্বিতীয়বার উত্তরের তিন জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার তাঁর উত্তরবঙ্গে...

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

৫৮ পাক সেনা খতম: পাক-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে দাবি তালিবানদের

দীর্ঘ কয়েক দশক ধরে বিনা প্ররোচনায় আফগানিস্তানের নাগরিকদের উপর হামলা চালিয়ে চলেছে পাকিস্তানের সামরিক শক্তি। সর্বশেষ শুক্রবারের কাবুলে...