মেঘ ভাঙা বৃষ্টির পরে ফুঁসছে টনস নদী: ভেসে গেল শ্রমিকরা, ড্রোনের সাহায্যে উদ্ধার অসহায়কে

Date:

Share post:

যমুনার সবথেকে বড় উপনদী টনসের স্রোতের তোড়ে উত্তরাখণ্ডের বিকাশনগর এলাকায় ভেসে গেলেন প্রায় পাঁচ জন শ্রমিক। ওই এলাকাতেই খনিতে কাজ করতে গিয়েছিলেন তাঁরা। দীর্ঘক্ষণ প্রবল স্রোতের মুখে একটি কাঠের পাটায় উঠে নিজেদের রক্ষা করার চেষ্টা চালিয়েছিলেন তাঁরা। নদীর দুপাশের মানুষও ভেবেছিলেন তাঁদের শেষ পর্যন্ত উদ্ধার করে নেবেন। কিন্তু শেষ রক্ষা হল না। মঙ্গলবার উত্তরাখণ্ডের (Uttarakhand) এই ভিডিও ভাইরাল (ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) নেট দুনিয়ায়। যা দেখে আতঙ্কে শিউরে উঠেছে নেটিজেনরা। মঙ্গলবার সারাদিন যেভাবে উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ জুড়ে বৃষ্টি হয়েছে তাতে সারারাতে এমন ঘটনা যে আরও ঘটবে না, তা নিয়ে নিশ্চিত হতে পারছেন না উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকার মানুষ।

তবে সোমবার রাতে দেরাদুনে (Dehradun) মেঘ ভাঙা বৃষ্টির পরে এই ঘটনা বিরল নয়। কোথাও জলের তোড়ে ভেসে যাওয়া গাড়ি থেকে এনডিআরএফ (NDRF) ও এসডিআরএফ (SDRF) কর্মীরা উদ্ধার করেছেন মানুষদের। আবার চন্দ্রভাগা নদীতে ভেসে যাওয়া ট্রাক্টরে আটকে পড়া নির্মাণ শ্রমিকদের বিপুল ঝুঁকির সঙ্গে উদ্ধার করা হয়। একদিকে যখন দেরাদুনে টনস নদীতে (Tons river) ধ্বংসলীলার ছবি ফুটে উঠেছে, সেখানে ঋষিকেশে ফুঁসছে চন্দ্রভাগা (Chandrabhaga)।

দেরাদুনের উপর দিয়ে মুসৌরি থেকে বয়ে যাওয়া বিন্দাল নদীতে ভয়াবহ দৃশ্য দেখা যায় মঙ্গলবার বিকালে। জলের তোড়ে বহু গবাদি পশুকে ভেসে যেতে দেখা যায়। স্থানীয় একটি সেতুতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ এসে আটকে যায়। দেরাদুনে মনসা দেবী থেকে ধলওয়ালা সেতু পর্যন্ত যাতায়াত বন্ধ হয়ে যায়। দেবভূমি ইনস্টিটিউটে অন্তত ৩০০ পড়ুয়া আটকে পড়ে। উদ্ধারকারী দল সারাদিনে ২০০ জনকে উদ্ধার করতে পারলেও ১০০ জন পড়ুয়া এখনও আটকে রয়েছে বলে খবর।

প্রাথমিকভাবে সোমবার রাতে মেঘ ভাঙা বৃষ্টি হওয়ার পরই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দেরাদুনের সুপ্রসিদ্ধ তপোকেশ্বর মহাদেব মন্দির। মন্দিরের ভিতর জল ঢুকে শিবলিঙ্গকে ৩-৪ ফুট আবর্জনার তলায় ঢেকে দেয়, জানান মন্দিরের সেবায়ত।

আরও পড়ুন: নোয়া পরেই পরীক্ষা দিয়েছিলেন চাকরিপ্রার্থী: কালনার অপপ্রচারে কড়া বার্তা পুলিশের

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই দুর্যোগ অন্তত ২৪ ঘণ্টা চলবে। প্রাথমিকভাবে জানানো হয়েছে, পশ্চিমা শুকনো বাতাস ও পূর্বের জলীয় বাষ্পপূর্ণ বায়ুর প্রবেশের কারণে এই মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে। তার জেরেই প্রায় সব নদীতে হড়পা বান এসেছে। যদিও এত দুর্যোগের মধ্যেও পঞ্জাবের ক্ষেত্রে সুখবর দিয়েছে আবহাওয়া দফতর। পঞ্জাবের উপর থেকে বিদায় নেওয়া শুরু করেছে মৌসুমী বায়ু, জানিয়েছে আবহাওয়া দফতর।

spot_img

Related articles

কেরলে নিহত পরিযায়ী শ্রমিকের দেহ নিয়ে গ্রামে পৌঁছল তৃণমূল নেতৃত্ব

রাজ্যে হোক বা রাজ্যের বাইরে। বাংলার মানুষের পাশে প্রতিনিয়ত রয়েছে বাংলার প্রশাসন ও শাসকদল তৃণমূল কংগ্রেস। কেরলেয় নিহত...

হামাসের সঙ্গে ভগৎ সিংয়ের তুলনা! সমালোচিত কংগ্রেস সাংসদ

হামাস জঙ্গি গোষ্ঠীকে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের সঙ্গে তুলনা করলেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ (Imran Masood)। উত্তরপ্রদেশের সাহারানপুরের...

লক্ষ্য ২০৪৭! উন্নয়ন ও বলিষ্ঠ অর্থনীতিই লক্ষ্য ‘উড়ান’-এর

নয় বছর পূর্ণ করল ভারতের আঞ্চলিক সংযোগ প্রকল্প 'উড়ান' (UDAN)। বিমানবন্দরের সংখ্যা ২০১৪ সালে ৭৪ থেকে ২০২৫ সালে...

বাংলার মানুষের ভোটাধিকার কাড়ার ছক, SIR-এর নামে ছেলেখেলা করছে কমিশন: সুর চড়ালেন সুজন

ভোটার তালিকা সংশোধনের নামে SIR নিয়ে ছেলেখেলা হচ্ছে। নাগরিকত্ব নির্ণয় করা নির্বাচন কমিশনের কাজ নয়। বাংলার মানুষকে রোহিঙ্গা...