হরচৌধুরী বাড়ির জার্মানির হাজার বাতির লণ্ঠনে কাটত সুন্দরবনের অরণ্যের অন্ধকার

Date:

Share post:

৩৪২ বছরে পড়ল সুন্দরবনের হাড়োয়া ব্লকের গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামের হরচৌধুরী বাড়ির পুজো। রত্নেশ্বর হরচৌধুরী ও রামজয় হরচৌধুরীর আমলে সূচনা হয় এই দুর্গাপুজোর। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষরা গোপালপুর গ্রামে ধুমধাম করে দুর্গাপুজো (Durga Pujo) চালু করেন। তখন থেকেই স্বমহিমায় চলছে এই দুর্গোৎসব। এখানকার প্রতিমা মূলত ডাকের সাজের। 

সেই জমিদার নেই, জমিদারিও নেই। কিন্তু বংশ পরম্পরা আজও পুজা ধরে রেখেছেন হরচৌধুরী বাড়ির সদস্যরা। জরাজীর্ণ জমিদার বাড়ির দেওয়ালে ভাঙাচোরা প্রাচীন ইটের গায়ে বহু রূপকথার গল্প জড়িয়ে রয়েছে। আর বাড়ির চারিপাশের দেওয়ালে গজিয়ে উঠেছে বটগাছের চারা, পুজো এলেই সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। কিন্তু এখানকার সবচেয়ে প্রাচীন ইতিহাসে লুকিয়ে রয়েছে জার্মানি থেকে আনা হাজার বাতির লণ্ঠন। যা আজও শোভা পায় হরচৌধুরী বাড়ির ঠাকুর দালানে। এক সময় গভীর অরণ্যে পরিপূর্ণ ছিল সুন্দরবনের এই গোপালপুর গ্রাম। উৎসবের সময় গ্রামকে আলোকোজ্জ্বল করতো এই হাজার বাতির লণ্ঠন। 

আগে তেলের হ্যাজাকে দেবীর উজ্জ্বলতা বৃদ্ধি পেত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের দাবি মেনে সুদূর জার্মানি থেকে হরচৌধুরী বাড়িতে এসে পৌঁছায় জার্মান কোম্পানির লণ্ঠন। সুদূর বার্লিন থেকে গোপালপুর গ্রামে নিয়ে এসেছিলেন জমিদার। 

এখানকার পুজোর (Durga Pujo) আরও একটি ঐতিহ্য হল অষ্টমীর দিন বাড়ির পুত্রবধূরা সম্পূর্ণ কাঠের জালে বা কাঠের আগুনে ভোগ রান্না করেন। সম্পূর্ণ নিরামিষ ভোগ যা মাকে উৎসর্গ করা হয়। এখানে অষ্টমীর দিন কল্যাণী পুজো হয়, যেটা এই হরচৌধুরী বাড়ি ব্যতীত একমাত্র দক্ষিণেশ্বরে পালিত হয়। আর সেদিন এই গ্রামের মহিলারা নতুন বস্ত্র এনে মাকে উৎসর্গ করেন। পাশাপাশি তাঁদের নাম ও গোত্র দিয়ে পুজো হয়। 

একটি গল্পকথা প্রচলিত রয়েছে। বলা হয় এই হরচৌধুরীর বাড়ির পাশেই রয়েছে একটি বিশাল দিঘি। যেখান থেকে একসময় মায়ের পুজোর জন্য প্রয়োজনীয় বাসন পুকুর থেকে উঠত। কিন্তু কোনও এক কালে সেই সামগ্রী থেকে একটি বাসন চুরি হয়ে যাওয়াতে তারপর থেকে সেই বাসনপত্রগুলি হরচৌধুরী পরিবারের লোকজন আর ফিরে পাননি। এরকমই একাধিক লোকগাঁথা রয়েছে হরচৌধুরী বাড়িকে ঘিরে। যা কিন্তু বহন করে চলে সুন্দরবনের ঐতিহ্যকে।

spot_img

Related articles

১ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সন্দেশখালির একাধিক গ্রাম, বিধায়কের উদ্যোগে দ্রুত ত্রাণ-উদ্ধার

এক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সন্দেশখালির (Sandeshkhali) একাধিক গ্রাম। বৃহস্পতিবার, বিকেল চারটে নাগাদ পাথরঘাটা এলাকায় টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হয় প্রায়...

দুর্গোৎসবের দশমীতে কাঁদল প্রকৃতিও: উত্তরে ধসে বিপর্যয়

ফের অতি গভীর নিম্নচাপ। নবমীতে কিছুটা রেহাই দিলেও দশমী থেকেই উত্তর ও দক্ষিণ – দুই বঙ্গেই বৃহস্পতিবার থেকে...

বাংলায় বড় বিনিয়োগ করতে চলেছে JSW: সুরুচির পুজোয় জানালেন সজ্জন, সঙ্গীতা করতে চান আর্ট স্কুল

বাংলায় বড় বিনিয়োগ করতে চলেছে JSW গ্রুপ। বিজয়া দশমীতে সুরুচি সংঘের পুজোয় এসে এই আশার কথাই শোনালেন সংস্থার...

এবার উমার বাড়ি ফেরার পালা, দেবী বরণের পরে শুরু বিসর্জন

পাঁচদিনের পুজো শেষে উমা চলেছেন কৈলাসে। মিষ্টি মুখে দিয়ে, পান দিয়ে বরণ করে, সিঁদুর পরিয়ে তাঁকে রওনা করছেন...