মাঠে লড়াইয়ে ভারতের কাছে লজ্জাজনক করে পরাজিত হয়েছে পাকিস্তান দল। কিন্তু মাঠের বাইরে বিতর্ক থাকছে না ।এবার ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্য কুমার যাদব কে কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইউসুফ।
তিনি সূর্যকে শুকর বলেও উল্লেখ করেন। এমন কদর্য আক্রমণের পরে ক্ষমা চাওয়া তো দূর অস্ত, উল্টে পাল্টা ইরফান পাঠানকে জড়িয়ে নিজের মন্তব্যে অনড় থেকেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। প্রশ্ন উঠছে কতটা নিচে নামলে এমন কদর্য আক্রমণ করা যায়?
পাকিস্তানের একটি টিভি চ্যানেলে মহম্মদ ইউসুফ বলেছেন, ”ভারত তাদের ফিল্মি জগৎ থেকে বেরোতে পারল না। ওরা যেভাবে জিতেছে তাতে লজ্জিত হওয়া উচিত। আম্পায়ারকে ব্যবহার করে, ম্যাচ রেফারির সাহায্য নিয়ে জিতেছে। ” এরপর সূর্যকে তিনি ‘শুকর কুমার’ বলে সম্বোধন করেন।
এমন করেছি কার আক্রমণের পরও ক্ষমা চাননি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বরং তিনি পাল্টা যুক্তি দিয়েছেন। তাঁর কথায় ‘যাঁরা নিজের দেশের হয়ে আবেগের সঙ্গে খেলেন, সেরকম প্লেয়ারকে আমি অসম্মান করতে চাইনি। ভারতীয় মিডিয়া কেন ইরফান পাঠানকে প্রশংসা করছে, যে কি না শাহিদ আফ্রিদিকে নিয়ে বলেছিল, কুকুরের মতো চিৎকার করছে কেন?
গত রবিবার স্থানকে ঠেলায় হারিয়েছে ভারত ম্যাচে কোনরকম সৌজন্য দেখায়নি ভারতীয় দল ভারতীয় দল পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য বজায় রাখেনি।
এমনকি প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে হাত পর্যন্ত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। এই পরিস্থিতিতে উত্তপ্ত হয়েছে দুই দেশের ক্রিকেটের সম্পর্ক।
_
_
_
_
_
_
_
