কুর্মীদের আগামী শনিবার থেকে লাগাতার রাস্তা রেল অবরোধের ডাক নিয়ন্ত্রণে রেল ও রাজ্যকে যথাযথ পদক্ষেপ করার নির্দেশ হাইকোর্টের। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের নির্দেশ, এই ব্যাপারে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর মাসে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, সেই অনুযায়ী নিরাপত্তার ব্যাবস্থা করতে হবে।

মামলায় অভিযোগ, শনিবার ফের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে সহ আশপাশের এলাকায় একইভাবে অবরোধের ডাক। কুরমীদের st তালিকা ভুক্ত করার দাবি। প্রতিবেশী তিন রাজ্যেও এই অবরোধ চলে। প্রতিদিন রেলের ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।২০২২ ও ২০২৩ সালে একইভাবে আবরোধ হয়। বিপুল ক্ষতি হয় রেলের। ২০ সেপ্টেম্বর থেকে লাগাতার অবরোধ ডাক।

আরও পড়ুন: আইনজীবীর বাড়ির সামনে দুষ্কৃতীদের তাণ্ডব থামাতে গিয়ে আক্রান্ত নেতাজিনগর থানার পুলিশ

২৯ সেপ্টেম্বর ২০২৩ সালে এই কুর্মী সমাজ গোটা কলকাতা অচল করে দেয়। প্রচুর ভাংচুর ক্ষয় ক্ষতি হয় শহরের সরকারি বেসরকারি সম্পত্তির।

–

–

–

–

–
