Sunday, November 16, 2025

পুজোয় শান্তি বজায় রাখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

উৎসবের মরশুমে যাতে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয়, তার জন্য শেষ মন্ত্রিসভা বৈঠক থেকেই একগুচ্ছ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবীপক্ষের প্রাক্কালে বৃহস্পতিবারের বৈঠকে তিনি মন্ত্রী, বিধায়ক এবং শাসক দলের প্রতিনিধিদের কড়া ভাবে সতর্ক করে দেন।

মুখ্যমন্ত্রীর নির্দেশ, প্রতিটি এলাকায় জন প্রতিনিধিদের সক্রিয় থাকতে হবে। কোথাও গোলমাল পাকানোর চেষ্টা হলে তা সঙ্গে সঙ্গে রুখতে হবে। তাঁর আশঙ্কা, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গন্ডগোল ঘটিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হতে পারে। সেদিকে বিশেষ নজর রাখার নির্দেশও দেন তিনি।

পাশাপাশি মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, উৎসব সবার। তাই সাধারণ মানুষ, বিশেষ করে গরিব পরিবারের পাশে দাঁড়াতে হবে মন্ত্রীরা। প্রয়োজনে ব্যক্তিগত সঞ্চয় থেকে সাহায্যের হাত বাড়াতে হবে। একই সঙ্গে সংবাদমাধ্যমের সামনে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য এড়ানোরও পরামর্শ দেন তিনি। তাঁর কথায়, হুটহাট মন্তব্য সরকার ও দলের ভাবমূর্তিকে আঘাত করে।

বৈঠকে একাধিক অর্থনৈতিক সিদ্ধান্তও গৃহীত হয়েছে। পর্যটনের পর এবার লজিস্টিকস ব্যবসাকেও শিল্পের মর্যাদা দেওয়া হয়েছে। সরকারের আশা, এতে বিনিয়োগ বাড়বে, নতুন কর্মসংস্থান তৈরি হবে। একই সঙ্গে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির ১৫টি শূন্য পদে নিয়োগের প্রস্তাব পাশ হয়েছে।

এ ছাড়া তাজপুর-ডানকুনি-রঘুনাথপুর ইকনমিক করিডোরের জন্য রাজ্য শিল্প নিগমকে ২০০ একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দাবি, প্রকল্পটি বাস্তবায়িত হলে ব্যাপক কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে।

আরও পড়ুন – ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধরে ধৃত তৃণমূল নেতার জামিন

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...