সিঙ্গাপুরে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের (Zubeen Garg) (৫২)। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল নামের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে স্কুবা ডাইভিং রাইডেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ দেশবাসী। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, অসমের মুখ্যমন্ত্রী থেকে ফুটবলার, সঙ্গীত জগতের শিল্পী সকলেই শোকাহত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, “জনপ্রিয় গায়িক জুবিন গর্গের (Zubeen Garg) আকস্মিক মৃত্যুতে আমি মর্মাহত। সঙ্গীতে তাঁর সমৃদ্ধ অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর গান সকল স্তরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি।”
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন,”জুবিনের(Zubeen Garg) প্রয়াণে শোকাহত। আজ অসম তার প্রিয় সন্তানদের একজনকে হারালো। অসমের জন্য জুবিন কী বোঝাতে চেয়েছিলেন তা বর্ণনা করার ভাষা আমার নেই। জুবিনের কণ্ঠে মানুষকে উজ্জীবিত করার এক অতুলনীয় ক্ষমতা ছিল। তিনি এমন একটি শূন্যস্থান রেখে গিয়েছেন যা কখনও পূরণ হবে না। সেই জাদুকরি কণ্ঠ চিরতরে নিস্তব্ধ হয়ে গিয়েছে। যা ভাষায় প্রকাশ করার অযোগ্য!”
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আমার প্রিয় ভাই জুবিন, আমরা তোমাকে, তোমার মধুর কণ্ঠস্বর এবং তোমার অদম্য চেতনাকে মিস করব। সঙ্গীত আমাদের লড়াই করতে, আরোগ্য এবং বিশ্বাস রাখতে শেখায়। তোমার গান তোমার উত্তরাধিকার এবং চিরকাল অমর থাকবে।”
কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, খেলো ইন্ডিয়ার গায়ক আর নেই! আমরা একজন জাদুকরী কণ্ঠস্বর এবং বহুমুখী ব্যক্তিত্বকে হারালাম। জুবিন গর্গের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার চিরসবুজ গান আগামী প্রজন্মের জন্য প্রতিভাবান শিল্পীদের অনুপ্রাণিত করবে।
তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,”বিরল প্রতিভার অধিকারী এবং শিল্পী, তাঁর সঙ্গীত সীমানা, ভাষা এবং প্রজন্ম অতিক্রম করে, সুর ও আবেগের সুতোয় মানুষকে একত্রিত করেছিল।
অপূরণীয় ক্ষতি। গভীরভাবে শোকাহত। তাঁর কালজয়ী গানের মাধ্যমে বেঁচে থাকবেন।
তার পরিবারের বন্ধুবান্ধব এবং অগণিত ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”
লোকসভার মুখ্য সচেতক গৌরব গগৈ জানান, অসমের প্রিয় পুত্র এবং সঙ্গীতের আইকন জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে আমি মর্মাহত এবং গভীরভাবে শোকাহত। তাঁর সঙ্গীত লক্ষ লক্ষ মানুষকে স্পর্শ করেছে, অসমের চেতনাকে ধারণ করেছে এবং মানুষের আবেগকে কণ্ঠ দিয়েছে। তাঁর এই অকাল মৃত্যু আমাদের সঙ্গীত ও সাংস্কৃতিক জীবনে এক গভীর শূন্যতা তৈরি করেছে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়েছেন,”জুবিন গর্গের মৃত্যু এক ভয়াবহ ট্র্যাজেডি। তাঁর কণ্ঠস্বর একটি প্রজন্মকে সংজ্ঞায়িত করেছিল এবং তাঁর প্রতিভা সত্যিই অতুলনীয়।
অসমিয়া সঙ্গীতের ভূদৃশ্য পুনর্গঠনের জন্য তিনি ব্যক্তিগত ট্র্যাজেডি কাটিয়ে উঠেছিলেন। তাঁর অধ্যবসায় এবং সাহস এক স্থায়ী চিহ্ন রেখে গিয়েছে।
তিনি চিরকাল আমাদের হৃদয় ও মনে বেঁচে থাকবেন।”
কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে বলেন,”সিঙ্গাপুরে এক দুর্ঘটনায় লক্ষ লক্ষ সঙ্গীতপ্রেমীর হৃদয়ে বিশেষ স্থান অধিকারী প্রখ্যাত গায়ক, গীতিকার, সুরকার এবং সঙ্গীতজ্ঞ জুবিন গর্গের অকাল মৃত্যুতে আমি মর্মাহত।
“অসমের কণ্ঠস্বর” হিসেবে প্রশংসিত, তিনি বিভিন্ন ভারতীয় ভাষায় তাঁর কণ্ঠ দিয়ে মানুষকে মন্ত্রমুগ্ধ করেছিলেন এবং খুব অল্প বয়সেই “সাংস্কৃতিক আইকন”-এর মর্যাদা অর্জন করেছিলেন।”
আরও পড়ুন-সুরের সফর স্তব্ধ অ্যাডভেঞ্চারের নেশায়, জুবিনের মৃত্যু মানতে পারছে না সঙ্গীত জগত
বলিউড অভিনেতা আদিল হোসেন জানিয়েছেন, সিঙ্গাপুরে এক দুর্ঘটনায় জুবিন গার্গের আকস্মিক মৃত্যুর খবরে আমি মর্মাহত। আমি খুবই দুঃখিত… অসমীয়া সঙ্গীত ও সংস্কৃতিতে তাঁর অবদান অনেক। তিনি তাঁর গানের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন। প্রিয় জুবিন, আমি আপনাকে ভালোবাসার সঙ্গে স্মরণ করি। বিদায় জুবিন.. যতক্ষণ না আমরা অন্য প্রান্তে দেখা করি… আপনার সুন্দর কণ্ঠে গান গাইতে থাকুন এবং ঈশ্বরকে খুশি করুন।
সঙ্গীত পরিচালক, গীতিকার, সঙ্গীত প্রযোজক প্রীতম চক্রবর্তী জানিয়েছেন, “দুর্ঘটনায় জুবিনের প্রাণহানি সবচেয়ে ভয়াবহ এবং দুঃখজনক সংবাদ।
আমি এখনও এটি মেনে নেওয়ার চেষ্টা করছি…
গরিমা (জুবিনের স্ত্রী) এবং তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। ওম শান্তি।”
গায়ক পাপন জানান, “খুবই মর্মান্তিক!
এই প্রজন্মের কণ্ঠস্বর! শীঘ্রই চলে গেল। ভাষা হারিয়েছি! একজন বন্ধুকে হারিয়েছি। একজন ভাইকে হারিয়েছি। এক বিরাট শূন্যতা।
তার আত্মার শান্তি কামনা করছি।”
চলচ্চিত্র প্রযোজক মহেন্দ্র সোনি শোকপ্রকাশ করে জানিয়েছেন হৃদয়বিদারক
গায়ক রূপঙ্কর বাগচী বলেন,”অসাধারণ গায়ক ছিলেন। মর্মাহত। যতবার অসমে গিয়েছি ওর জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। অবাক হয়েছি।”
নর্থ-ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবের-র তরফে জানানো হয়েছে,”অসম তার হৃদয়স্পন্দন হারিয়েছে…কিংবদন্তি গায়িকা জুবিন গর্গের মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর সঙ্গীত চিরকাল আমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হবে।”
