Monday, November 10, 2025

মার্কিন মুলুকে বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় যুবক! পুলিশের গুলিতে মৃত্যু, তদন্তের দাবি পরিবারের

Date:

আমেরিকায় পুলিশের গুলিতে মৃত্যু ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীর। নিহত যুবকের নাম মহম্মদ নিজামুদ্দিন (৩০)। তিনি তেলেঙ্গানার মেহবুবনগরের বাসিন্দা, কর্মসূত্রে ক্যালিফর্নিয়ার সান্টা ক্লারাতে থাকতেন বলে জানা গেছে (Telangana Man Shot Dead in USA by Police)। সূত্রের খবর, গত ৩ সেপ্টেম্বর রুমমেটের সঙ্গে কোনও কারণে বচসা হয় ভারতীয় যুবকের। তিনি রুমমেটটে ছুরি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। এরপরই পুলিশ তাঁকে গুলি করে হত্যা করে। যদিও পুলিশের এই তত্ত্ব মানতে রাজি নয় মৃতের পরিবার। তাদের অভিযোগ বর্ণবিদ্বেষের শিকার হয়েই মৃত্যু হয়েছে নিজামুদ্দিনের। সঠিক তদন্তের দাবি করেছেন তাঁরা।

সূত্রের খবর, সান্টা ক্লারার একটি বাড়িতে ছুরিকাঘাতের খবর জানিয়ে মার্কিন পুলিশের এমারজেন্সি নম্বরে ফোন যায়। সেই মতো ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায় ভারতীয় যুবকের সঙ্গে তার রুমমেটের ধস্তাধস্তি চলছে। পুলিশের দাবি, নিজামুদ্দিনের হাতে ছুরি ছিল, তাঁকে প্রতিহত করতেই গুলি চালাতে হয়। তাতেই মৃত্যু হয়েছে ভারতীয় যুবকের। আক্রান্ত রুমমেট হাসপাতালে চিকিৎসাধীন। যদিও মৃতের পরিবার এই অভিযোগ অস্বীকার করেছে। তারা জানান নিজামুদ্দিন খুবই শান্ত স্বভাবের ছিলেন। তাঁর পক্ষে এরকম ঘটনা ঘটানো সম্ভবই নয়। উল্টে ভারতীয় যুবকই পুলিশকে ফোন করে সাহায্য চেয়েছিলেন বলে দাবি পরিবারের। বাড়ির ছেলের আমেরিকায় বর্ণবিদ্বেষের শিকার হওয়ার কথা বলছেন তাঁরা। পাশাপাশি ওই যুবকের অফিসেও গন্ডগোল হয়েছিল বলে অভিযোগ নিজামুদ্দিনের বাড়ির লোকের। এই ব্যাপারে ভারতীয় বিদেশ মন্ত্রকের (Ministry of External affairs, Govt of India) কাছে সাহায্য চাওয়া হলেও এখনও পর্যন্ত অফিসিয়াল বিবৃতি মেলেনি।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version