Monday, November 10, 2025

কলকাতায় ধোনি, দেবীপক্ষের শুরুতেই তিলোত্তমায় একসঙ্গে তিন বিশ্বকাপজয়ী অধিনায়ক!

Date:

কলকাতার আকাশে বাতাসে পুজোর গন্ধ। উৎসবের মরশুমে কলকাতায়  মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। শুক্রবার বিকেলে কলকাতা বিমানবন্দরে নামেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। কড়া নিরাপত্তায় তাঁকে গাড়িতে তোলা হয়।

কলকাতা ধোনির শ্বশুরবাড়ির শহর। কিন্তু শুক্রবার তাঁর সঙ্গে আসেননি স্ত্রী-কন্যা। একাই কলকাতা শহরে এসেছেন ধোনি। কিন্তু কী কারণে কলকাতায় এসেছেন মাহি? জানা যাচ্ছে  কোনও ক্রিকেটীয় কারণে নয়, ধোনির কলকাতা আগমনের কারণ সম্পূর্ণ বিজ্ঞাপণ সংক্রান্ত। ধোনি একটি স্টিল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সেই সংস্থার বার্ষিক অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় এসেছে ধোনি।

সূত্রের খবর, আগামী ২ দিন কলকাতায় থাকবেন ধোনি। সংস্থার বিজ্ঞাপণী প্রচারের শুটিং করবেন পাশাপাশি কোম্পানির ম্যানেজার-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের একটি অনুষ্ঠানও আছে ধোনির সফরসূচিতে। কোম্পানির নিউটাউনের অফিসে এই অনুষ্ঠান হবে।

চমক আরও আছে দেবীপক্ষের শুরুর দিনেই শহরে আসতে পারেন কপিল দেব ও রোহিত শর্মাও (Kapil Dev – Rohit Sharma) আসলে  কপিল রোহিতও স্টিল কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর।ফলে তিন বিশ্বকাপজয়ী অধিনায়ক একসঙ্গে অনুষ্ঠানে অংশ নেবেন। তবে স্টিল কোম্পানির অনুষ্ঠান ছাড়া আর কোথায়ও মহারথীরা যাবেন কিনা তা স্পষ্ট নয়।

আরও পড়ুন :এক মাসের মধ্যে কার্যকর করতে হবে নতুন সংবিধান, ফেডারেশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

এর আগে কপিল ধোনি একসঙ্গে ইডেনে শুটিং করেছিলেন, এবার কোথায় শুটিং হবে তা চূড়ান্ত গোপনীয়তার মধ্যে রাখা হচ্ছে। মহালয়ার দিন থেকেই কলকাতায় প্রায় পুজো শুরু হয়ে যায়। তাই উত্তর বা দক্ষিণের কোনও পূজো প্রাঙ্গনে  ঠাকুর দেখতে গিয়ে বিশ্বকাপজয়ী কোনও অধিনায়ককে দেখতে পাওয়া গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version