Sunday, November 16, 2025

ঝাড়খন্ডে কুড়মি আন্দোলনের জেরে চাকুলিয়ায় আটকে বন্দেভারত, ঝাড়গ্রামে ব্যাহত ট্রেন পরিষেবা

Date:

তফশিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবিতে শনিবার রেল ও রাস্তা অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুড়মি (Kurmi Protest) সম্প্রদায়। সকাল থেকে গালুডি স্টেশনে বিক্ষোভ অবরোধ দেখাতে থাকেন তাঁরা। যার জেরে চাকুলিয়ায় আটকে যায় বন্দেভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। পূর্ব মেদিনীপুরের খড়গপুর (East Midnapore, Kharagpur Division) শাখায় বেশ কয়েক জায়গায় রেল অবরোধের জেরে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা।

কুড়মি সংগঠনের প্রধান উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে পুরুলিয়া, বাঁকুড়া,ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ছাড়াও ঝাড়খণ্ড, ওড়িশার প্রায় ১০০ টি জায়গায় রেল রাস্তা অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট এই অবরোধকে অসংবিধানিক আখ্যা দিয়েছে আগেই। এদিন সকাল থেকে বিভিন্ন স্টেশনে বাড়তি আরপিএফ মোতায়েন করতে দেখা যায়। হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়েই রাজ্য পুলিশ যে অতিরিক্ত বাহিনী নিয়ে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত, শুক্রবারই তা জানিয়ে দেন রাজ্য পুলিশের এডিজি, আইন শৃঙ্খলা, জাভেদ শামিম। এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর আসেনি। তবে কুড়মি সমাজের এই আন্দোলনের আংশিক প্রভাব পড়েছে দক্ষিণ পূর্ব রেল পরিষেবায়। চক্রধরপুর ডিভিশনের সিনি বীরবানে বিক্ষোভ অব্যাহত। ওড়িশার ভাঞ্জপুর স্টেশনে বিক্ষোভের জেরে বাতিল একাধিক ট্রেন।

কুড়মিদের অবরোধ কর্মসূচির জেরে রেল পরিষেবায় কেমন প্রভাব?

  • • হাতিয়া বর্ধমান লোকাল এবং টাটানগর গুয়া টাটানগর আপ ও ডাউন লোকাল বাতিল করা হয়েছে।
  • • গতিপথ নিয়ন্ত্রিত করা হচ্ছে রাঁচি-বারাণসী ও টাটানগর-পাটনা বন্দেভারত এক্সপ্রেসের। তালিকায় রয়েছে হাতিয়া পূর্ণিয়া কোর্ট ও আলাপুজা-ধানবাদ এক্সপ্রেসও।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version