Monday, November 17, 2025

ছোটবেলার নস্টালজিয়া: পত্রভারতীর ১০ম বার্ষিক অনুষ্ঠানে শারদীয়া কিশোর ভারতী প্রকাশ প্রচেত-ত্রিদিবদের

Date:

ছোটবেলার নস্টালজিয়া (nostalgia)। আজও সমান প্রিয়। ‘শারদীয়া কিশোর ভারতী’ (Patra Bharati) ১৪৩২ পত্রিকার প্রকাশ অনুষ্ঠানে অকপট স্বীকারোক্তি সাহিত্যিক প্রচেত গুপ্ত (Prachet Gupta)। পত্রভারতীর ১০ম বার্ষিক অনুষ্ঠানে উপলক্ষে উদযাপিত হল শনিবার কলকাতার (Kolkata) শিশির মঞ্চ-এ। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ কিশোর-কিশোরীদের ‘শারদীয়া কিশোর ভারতী’ ১৪৩২ পত্রিকার প্রকাশ। প্রতি বছরের মতো এবছরও কিশোর সাহিত্য, সৃজনশীলতা এবং শিল্পের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। ছিলেন প্রচেত গুপ্ত, সৈকত মুখোপাধ্যায়, ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, রাজা ভট্টাচার্য, দেবজ্যোতি ভট্টাচার্য-সহ লেখক, কবি, শিল্পী এবং সম্পাদকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুমকি চট্টোপাধ্যায়।প্রচেত গুপ্ত বলেন, “আজকে আমি এসেছি বটে কিন্তু আমি এর সঙ্গে ১০ বছর ধরে যুক্ত। এখানে অনেকে যারা আমার মতো বৃদ্ধ হয়ে যাচ্ছেন তাঁরা নিশ্চয়ই জানেন সেই বালকবেলা থেকেই কিশোরভারতী কবে আসবে তা আমাদের অনেকেরই আকর্ষণ। আমাদের যিনি কাগজ দিতেন তাঁকে বলা থাকতো যেদিন প্রকাশিত হবে সেইদিন ওইটি আগে দেবেন। উনি তাই-ই দিতেন ফলে সেইটি আমার কাছে উদ্বোধন ছিল। সেখান থেকে মঞ্চের উদ্বোধন অব্ধি আসতে পেরেছি সেইটি আমার সৌভাগ্য।” যারা পত্রভারতীর সঙ্গে যুক্ত তাঁদেরকে তিনি ধন্যবাদ দিয়ে বলেন, “ছোটোরাও যদি পড়ার অভ্যেস বাড়ায় তাহলে আমরা বড়রাও তাঁদের থেকে কিছু শিখবো।” এছাড়াও, অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশিত হয়।অনুষ্ঠানটির শেষে ‘ছাপাখানার ভূত’ নামে একটি হাসির নাটক মঞ্চস্থ করা হয়। নাটকটি পরিচালনা করেন পত্রভারতীর টিম। আরও পড়ুন: মহালয়ায় মুখ্যমন্ত্রীর লেখা ও সুরে ১৭ গানের অ্যালবাম প্রকাশ

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version