শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী

গমগম করছে নেতাজী ইন্ডোর স্টেডিয়াম। ভেতরে তিলধারণের জায়গা নেই, বাইরে তখনও কয়েক হাজার মানুষের লাইন। চারপাশ জুড়ে দেব অনুরাগীদের উন্মাদনা। কড়া নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে যখন দর্শক ভরল আসন, স্টেডিয়াম জুড়ে একটাই স্লোগান— “শিরায় শিরায় রক্ত, আমরা দেবের ভক্ত”, “এক, দুই, তিন, চার, দেবদা মেগাস্টার”।

দেবীপক্ষের উৎসবের আবহে শনিবার সন্ধ্যায় ঝলমলে আয়োজন। আকাশে ঘুরছে ড্রোন ক্যামেরা, চারপাশে লেজার শো, আর মঞ্চে তারকাদের পারফরম্যান্স। রথিজিৎ ও নীলায়নের সুর, দেবের নতুন ছবির নায়িকা ইধিকা পাল, অনির্বাণ ভট্টাচার্য, ওম সাহানিরা নাচগানে মাতিয়ে তুললেন দর্শক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, এসভিএফ-এর মহেন্দ্র সোনি ও শ্রীকান্ত মোহতা— উপস্থিত ছিলেন টলিউডের বহু নামী ব্যক্তিত্ব। সঙ্গে ছিলেন দেবের পরিবারও।

এরপর বড় পর্দায় প্রকাশ পেল ‘রঘু ডাকাত’-এর ঝলক। সিক্স প্যাক, তীক্ষ্ণ দৃষ্টি আর শক্তিশালী উপস্থিতিতে দেব যেন পর্দা কাঁপিয়ে দিলেন। দেবের কেরিয়ারের দুই দশকের যাত্রা উদযাপনে তাঁর একসময়ের নায়িকারা থেকে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, রাজা চন্দ, ধ্রুব বন্দ্যোপাধ্যায়রা পারফর্ম করলেন মঞ্চে।

সবশেষে লঞ্চ হল বহু প্রতীক্ষিত ট্রেলার। এটাই প্রথম বার হাজার হাজার দর্শক টিকিট কেটে হাজির হলেন শুধুমাত্র ট্রেলার লঞ্চ দেখতে। সেই অর্থ তুলে দেওয়া হবে সিনে টেকনিশিয়ান ফেডারেশনের হাতে— অভিনব উদ্যোগ, যা বাংলা চলচ্চিত্র জগতে আগে দেখা যায়নি। ২০ বছরের কেরিয়ারে দেবের এই গ্র্যান্ড ট্রেলার লঞ্চ তাই শুধু ভক্তদের কাছে নয়, টলিউডের কাছেও এক ঐতিহাসিক মুহূর্ত।

আরও পড়ুন- রেলপথেই ‘বাহাদুরি’, কুড়মি আন্দোলনে স্বাভাবিক রাঢ় বাংলার জনজীবন

_

_

_

_
_