Wednesday, November 19, 2025

মেট্রোর কাজের জন্য নিকাশি বন্ধ হয়, দায় ওদের নিতে হবে: কর্তৃপক্ষকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত মহানগর। ভোর থেকে জল নামানোর কাজে ব্যস্ত পুরসভা থেকে প্রশাসন। এই পরিস্থিতিতে কলকাতা থেকে জল নামতে দেরি হওয়ার জন্য মেট্রো (Metro Rail) কর্তৃপক্ষকেও দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । মঙ্গলবার সন্ধেয় সাংবাদিক বৈঠকে তিনি বলেন “মেট্রোর কাজের জন্য দিনের পর দিন বালি, মেটেরিয়ালস পড়ে থাকে। নালা বন্ধ হয়ে যায়। দায় ওদেরও নিতে হবে।”

দীর্ঘদিন ধরে কাজ চলছে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে। শহরের নিকাশি ব্যবস্থা। কলকাতার জল জমার জন্য এদিন মেট্রো কর্তৃপক্ষকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন,

“বর্ষা এবার তাড়াতাড়ি এসেছে, পুজো এবার তাড়াতাড়ি এসেছে। Nkda থেকে বলা হল, মেট্রোর (Metro Rail) কাজ হচ্ছে। তাদের সব জিনিস পড়ে গিয়ে নালা নর্দমা বন্ধ করে রেখেছে। এটা দায়িত্ব তাদের নিতে হবে। যারা দিনের পর দিন জিনিস ফেলে রেখেছে। আপনারা বলুন যাতে ওরা দায়িত্বশীলতার ভূমিকা নেয়।”

বিদ্যুতের খোলা তারে প্রাণহানির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী CESC-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বলেন, “৮-৯ জন মারা গিয়েছেন বিদ্যুতের জন্য। সিইএসসি-কে বলেছি, রাস্তায় পড়ে থাকা তারগুলো সরাতে হবে।” আমি তোদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাতের প্রশাসনিক প্রধান জানান, “জীবনের বিকল্প অর্থ হয় না। তবু সরকারের তরফে আর্থিক সাহায্য দেওয়া হবে। আমার মনে হয়, প্রত্যেক পরিবারকেই অন্তত পাঁচ লক্ষ টাকা দেওয়া উচিত ওদেরও (CESC-র)।” সকলকে সতর্কতা মেনে চলার পরামর্শও দেন মুখ্যমন্ত্রীর।

সূত্রের খবর, নবাদিগন্ত শিল্প তালুক অর্থাৎ সল্টলেক বাইপাস এবং সেক্টর V-এর সংলগ্ন এলাকার কিছু জায়গায় মেট্রো কাজের জন্য প্রধান নিকাশি নালা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে জল জমেছে। টেকনোপলিস থেকে ALBL ক্রসিংয়ের কাছে ৫ নম্বর পাম্পিং স্টেশন পর্যন্ত মেট্রো রেলের কাজের কারণে ক্ষতি হয়েছে। উইপ্রোর কাছেও নিকাশি পাইপের একটি অংশ একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট অংশে মেট্রোর কাজ শেষ না হওয়ার কারণে সেই লাইন সরানো সম্ভব হয়নি।

Related articles

পশ্চিমী হাওয়ায় বাধা, তাপমাত্রা বাড়ার সঙ্গে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস!

বেশ কিছুদিন ধরে সুদূর পশ্চিম রাজ্যগুলি পার করে পশ্চিমী হাওয়া বাংলায় ঢুকেছিল। ফলে নভেম্বরের শুরু থেকে শীতের আমেজ...

ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী: শ্রদ্ধা মমতা, অভিষেকের

ভারতের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৮ তম জন্মবার্ষিকী বুধবার। তাঁর জন্মদিবসে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রদ্ধা...

ট্রাফিক ও পাওয়ার ব্লক: শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

রেললাইনের উপর ব্রিজের মেরামতির জন্য প্রায় চারঘণ্টা বন্ধ থাকবে শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর...

কেরলের পরে এবার বাংলা: কাজের চাপে আত্মঘাতী BLO!

অমানুষিক পরিশ্রম। যাবতীয় কাজের দায় তাঁদেরই ঘাড়ে। অবাস্তব সময় বেঁধে দিয়ে নির্বাচন কমিশন বিএলও-দের উপর দিয়েই যাবতীয় ভোটার...
Exit mobile version