Wednesday, November 19, 2025

বৃষ্টিজনিত দুর্যোগে বাতিল কলকাতার উদ্বোধন, ভার্চুয়ালি জেলায় পুজোর সূচনা মুখ্যমন্ত্রীর

Date:

পুজোর মুখেই প্রবল নিম্নচাপের জেরে বিপর্যস্ত কলকাতা। সোমবার রাত থেকে টানা বৃষ্টিতে মঙ্গলবার সারাদিন শহরের একাধিক প্রান্তে হাঁটুসমান জল। জলমগ্ন হয়ে পড়ে বহু পুজো মণ্ডপও। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকালে কলকাতায় নির্ধারিত উদ্বোধন কর্মসূচি বাতিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার ভবানীপুর 70 পল্লি, একডালিয়া এভারগ্রিন, সিংহী পার্ক, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, মুদিয়ালি, বাদামতলা আষাঢ় সংঘ-সহ একাধিক পুজো উদ্বোধন করার কথা ছিল মমতার ৷ কিন্তু, প্রাকৃতিক বিপর্যয়ের জেরে সেই সব কর্মসূচি বাতিল করেছেন তিনি ৷ তবে বিকেলে ভার্চুয়ালি উদ্বোধন করেন জেলার একাধিক পুজো।

মুখ্যমন্ত্রী জানান, “কলকাতার পরিস্থিতির কথা মাথায় রেখে এখানে উদ্বোধন বাতিল করেছি। তবে জেলার পুজো উদ্যোক্তারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন। তাঁদের বঞ্চিত করতে পারি না। তাই ভার্চুয়ালি উদ্বোধনের আয়োজন করা হয়েছে।” পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার একাধিক পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। স্ক্রিনে প্রদর্শিত হয় প্যান্ডেল ও মাতৃমূর্তির ছবি এবং ভিডিও। প্যান্ডেলের সজ্জা ও প্রতিমার প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী।

শারদ শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি বলেন, “দুর্যোগের মধ্যেও মায়ের আহ্বান করতে হবে। মা-ই সংকট কাটিয়ে দেবেন। যদি কোনও সমস্যা হয়, নবান্নের কন্ট্রোলরুমে যোগাযোগ করবেন।” পাশাপাশি, এই পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন- মেট্রোর কাজের জন্য নিকাশি বন্ধ হয়, দায় ওদের নিতে হবে: কর্তৃপক্ষকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শিবপুরে দাম্পত্য কলহে শ্যুট আউট! গুরুতর জখম মহিলা

দাম্পত্য কলহের জেরে শ্যুট আউট? হাওড়ার শিবপুরে (Shivpur Howrah) তীব্র চাঞ্চল্য। আক্রান্ত মহিলা ভর্তি কলকাতার হাসপাতালে (Hospital)। অভিযোগ,...

ফের আত্মহত্যা! SIR আতঙ্কে আরেক মৃত্যু বাংলায়

বাংলার মানুষের মন থেকে নির্বাচন কমিশনের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে আতঙ্ক (SIR fear) কাটছেই না। একাধিক...

পশ্চিমী হাওয়ায় বাধা, তাপমাত্রা বাড়ার সঙ্গে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস!

বেশ কিছুদিন ধরে সুদূর পশ্চিম রাজ্যগুলি পার করে পশ্চিমী হাওয়া বাংলায় ঢুকেছিল। ফলে নভেম্বরের শুরু থেকে শীতের আমেজ...

ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী: শ্রদ্ধা মমতা, অভিষেকের

ভারতের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৮ তম জন্মবার্ষিকী বুধবার। তাঁর জন্মদিবসে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রদ্ধা...
Exit mobile version