Wednesday, November 19, 2025

নোনাডাঙায় জমি বরাদ্দ হিডকোর, ই-অকশন ১৬ অক্টোবর

Date:

পূর্ব কলকাতার নোনাডাঙা-চৌবাগা এলাকায় জমি বরাদ্দের জন্য ই-অকশনের আয়োজন করছে পশ্চিমবঙ্গ হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (হিডকো)। কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই জমি ফ্রিহোল্ড ভিত্তিতে দেওয়া হবে। আবাসিক, বাণিজ্যিক কিংবা মিশ্র প্রকল্পের জন্য জমি ব্যবহার করা যাবে, তবে সবই হতে হবে ল্যান্ড ইউজ ডেভেলপমেন্ট অ্যান্ড কন্ট্রোল প্ল্যান ও পুরসভার বিল্ডিং রুলস মেনে।

জমিটির আয়তন প্রায় ২০ হাজার বর্গমিটার বা পাঁচ একর। অবস্থানগত দিক থেকে জমিটিকে কৌশলগত বলে দাবি করছে হিডকো। ইএম বাইপাস সংলগ্ন জমিটি প্রস্তাবিত মেট্রো স্টেশন থেকে মাত্র দুই কিলোমিটার দূরে। আশপাশে ফর্টিস ও দেশুন হাসপাতাল, হারিটেজ স্কুল, ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুল এবং মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজির মতো শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা থাকায় জমির গুরুত্ব আরও বেড়েছে।

ই-অকশন হবে আগামী ১৬ অক্টোবর। প্রারম্ভিক দর নির্ধারিত হয়েছে ১৯৮.৮৫ কোটি টাকা এবং প্রতি ধাপে দর বাড়ানোর অঙ্ক ১০ লক্ষ টাকা। সর্বোচ্চ দরদাতার কাছেই জমি বরাদ্দ হবে, তবে তা রাজ্য সরকারের অনুমোদন সাপেক্ষে। অংশগ্রহণকারীদের প্রাথমিক প্রকল্প পরিকল্পনায় জমির ব্যবহার, বিনিয়োগের প্রতিশ্রুতি, কর্মসংস্থানের সম্ভাবনা এবং কাজের সময়সূচি স্পষ্ট করে জানাতে হবে।

শর্ত অনুযায়ী জমির দখল নেওয়ার এক বছরের মধ্যে নির্মাণ কাজ শুরু করতে হবে। প্রয়োজনে সময়সীমা দুই বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। তবে পাঁচ বছরের মধ্যে কাজ শেষ করা বাধ্যতামূলক। নির্দিষ্ট উদ্দেশ্যে জমি ব্যবহার না হলে কিংবা কাজে গাফিলতি হলে হিডকো জমি পুনর্দখল করতে পারবে। হিডকোর দাবি, নোনাডাঙার এই জমি শহরের পূর্বাংশে দ্রুত বিকাশমান অঞ্চলে অবস্থিত। ফলে ভবিষ্যতে কলকাতার বাড়তে থাকা আবাসিক ও বাণিজ্যিক চাহিদা মেটাতে বড় বিনিয়োগ টানার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- প্যালেস্তাইন রাষ্ট্র তৈরিতে স্বীকৃতি ১৫০ রাষ্ট্রের: হামাস হঠানোর প্রতিশ্রুতি

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভারতে ফিরতেই এনআইএর হাতে গ্রেফতার লরেন্স বিষ্ণোইয়ের ভাই!

আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানো হল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইকে। দিল্লিতে নামতেই গ্রেফতার করল এনআইএ। মহারাষ্ট্রের...

চুপসে গেল মোদির ‘আত্মনির্ভর ভারতে’র বেলুন: দেশের রফতানি কমল ১১ শতাংশের বেশি

সবকিছু ভারতেই তৈরি হবে। ভারতই হবে উৎপাদক। গোটা বিশ্ব হবে তার বাজার। এই লক্ষ্য স্থির করে আত্মনির্ভর ভারত-এর...

সেফ ড্রাইভ সেভ লাইফ-এর সচেতনতা প্রচারে ১৮ জানুয়ারিতে হাফ ম্যারাথন, ঘোষণা পুলিশ কমিশনার

কলকাতা পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ-এর (Safe Drive Save Life) সচেতনতা প্রচারে প্রতিবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে হাফ...

বিয়েবাড়িতে সলমনের সিগনেচার স্টেপ হুবহু নকল শাহরুখের! স্টারডম ভুলে মঞ্চ কাঁপালেন দুই ‘খান’

নয়ের দশকের করণ- অর্জুন ২০২৫ সালে এসেও যে একই ভাবে বন্ধুত্ব বজায় রাখতে জানেন তার প্রমাণ মিলল দিল্লির...
Exit mobile version