কলকাতা পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ-এর (Safe Drive Save Life) সচেতনতা প্রচারে প্রতিবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে হাফ ম্যারাথন। আগামী বছর ১৮ জানুয়ারি কলকাতা পুলিশ (Kolkata Police) ও পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতরের উদ্যোগে হাফ ম্যারাথন অনুষ্ঠিত হবে বলে বুধবার, বডি গার্ড লাইন অডিটরিয়ামে সাংবাদিক বৈঠকে জানালেন কলকাতার পুলিশের কমিশনার মনোজ ভর্মা। কলকাতার নগরপাল ও অন্যান্য পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে হাফ ম্যারাথনের লোগো উন্মোচনও হল এদিন। 
প্রতিবছরই শীতে কোয়াশা ঘেরা সকালে কলকাতার রাজপথে সেফ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথনের আয়োজন করে কলকাতা পুলিশ। সঙ্গে থাকে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতর। এবছর ষষ্ঠ বর্ষে পড়ছে Kolkata Police Safe Drive Save Life Half Marathon (KPSDSL)। ১৮ জানুয়ারি ২০২৬ এই দৌড়ের আয়োজন করা হবে।
‘গেমচেঞ্জার’ প্রকল্পের অধীনে কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal) পরিবহন দফতরের যৌথ উদ্যোগে ম্যারাথনটির আয়োজন করা হবে।
মাস্টার্স অ্যাথলেটিক্স শুধুমাত্র ৩৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য নারী-পুরুষ ভেদে ৫ বছরের বয়স ভিত্তিক বিভাগ থাকছে (৩৫–৩৯, ৪০–৪৪, ৪৫–৪৯ ইত্যাদি)
MAFI-এর স্বীকৃত সংস্থার সঙ্গে নিবন্ধিত হতে হবে
ফলাফল অনুযায়ী হাফ ম্যারাথন ২১ কিলোমিটার বা ১০ কিলোমিটার বিভাগে যোগ্যতা অর্জন করা যাবে
আরও খবর: মানিকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে কোর্টের অনুমতি
এই হাফ ম্যারাথন শুধু শহরের সুস্থ জীবনযাপনের বার্তাই নয়, এবার তা আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে পা রাখার সম্ভাবনাও তৈরি করছে।
–
–
–
–
–
–