Wednesday, November 19, 2025

কৃষকদের পাশে রাজ্য, শস্য বিমা নিয়ে নবান্নে উচ্চস্তরের পর্যালোচনা সভা

Date:

নবান্নে বুধবার শস্য বিমা প্রকল্পের অগ্রগতি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা নিয়ে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা। সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা, অতিবৃষ্টি ও পোকামাকড়ের আক্রমণে যে ব্যাপক ক্ষতি হয়েছে, তার প্রেক্ষিতে এই বৈঠকের আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কৃষি ও পরিষদীয় বিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কৃষি ও কৃষি বিপণন বিভাগের প্রধান সচিব ওঙ্কার সিং মীনা-সহ একাধিক ঊর্ধ্বতন আধিকারিক বৈঠকে অংশ নেন। ক্ষতিগ্রস্ত জেলাগুলির উপ কৃষি অধিকর্তারা ভার্চুয়াল মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি, ক্ষতির পরিমাণ এবং দাবি নিষ্পত্তির বর্তমান অবস্থার বিস্তারিত রিপোর্ট পেশ করেন।

মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, রাজ্য সরকার কৃষকদের সম্পূর্ণ পাশে রয়েছে এবং দ্রুততম সময়ে শস্য বিমার বকেয়া দাবি নিষ্পত্তি করাই সরকারের প্রধান লক্ষ্য। প্রতিটি জেলার তথ্য খতিয়ে দেখে কোথায় কতটা ক্ষতি হয়েছে এবং কোথায় অতিরিক্ত সহায়তার প্রয়োজন রয়েছে, তা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিমা সংস্থার সঙ্গে সমন্বয় জোরদার করে দাবি নিষ্পত্তির গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কৃষি দফতরের আধিকারিকরা জানান, ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান সংগ্রহের কাজ দ্রুত গতিতে চলছে। তথ্য যাচাই শেষ হলেই শস্য বিমার টাকা কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকেও নজরদারি বাড়ানো হয়েছে যাতে কোনও কৃষক বৈধ দাবি থাকা সত্ত্বেও বঞ্চিত না হন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, দ্রুত, স্বচ্ছ ও নির্ভুলভাবে শস্য বিমা সুবিধা কৃষকদের কাছে পৌঁছে দেওয়াই আজকের বৈঠকের মূল লক্ষ্য ছিল।

আরও পড়ুন- প্রাথমিকে নিয়োগের জন্য বুধবার থেকে পোর্টাল চালু পর্ষদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বড় সাফল্য কলকাতা পুলিশের! ৭৯ লক্ষের সাইবার প্রতারণায় রাজকোট থেকে গ্রেফতার ৩

মোদি-রাজ্য গুজরাত থেকে সাইবার প্রতারণায় অভিযুক্ত অর্থনীতির শিক্ষক-সহ তিনজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের নাম করে...

নীতীশ কুমারের নামেই সিলমোহর, আগামিকালই দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ

নীতীশ কুমারের নামেই সিলমোহর। তাঁকেই বিহার বিধানসভায় (Bihar Assembly) NDA-র নেতা হিসেবে বেছে নেওয়া হল বুধবার। বিকেলে রাজভবনে...

মাদ্রাসা নিয়োগে রাজ্যকে এড়ানো? নথি তলব সুপ্রিম কোর্টের

রাজ্যের বিভিন্ন প্রান্তের মাদ্রাসায় শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগে পশ্চিমবঙ্গ সরকারকে কীভাবে এড়ানো হল—তা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম...

ফুটবল বিশ্বকাপে চমক, নয়া এন্ট্রি দেড় লক্ষ জনসংখ্যার দেশ কুরাসাও-র!

বছর ঘুরলেই ক্রীড়া জগতে একের পর এক মেগা টুর্নামেন্ট। তা সে টি টোয়েন্টি ক্রিকেটের বিশ্বকাপ হোক বা ফিফা...
Exit mobile version