Wednesday, November 19, 2025

নীতীশ কুমারের নামেই সিলমোহর, আগামিকালই দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ

Date:

নীতীশ কুমারের নামেই সিলমোহর। তাঁকেই বিহার বিধানসভায় (Bihar Assembly) NDA-র নেতা হিসেবে বেছে নেওয়া হল বুধবার। বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে দেখা করে পরবর্তী সরকার গঠনের দাবি জানান JDU প্রধান। সূত্রের খবর, ফের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পতিবারই শপথ নিতে চলেছেন নীতীশ। তাঁর সঙ্গে ২২জন মন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন।

এবার বিধানসভা নির্বাচনে এনডিএ পেয়েছে ২০২টি আসন। সেখানে BJP-র ঝুলিতে গিয়েছে ৮৯টি আসন। পাল্লা দিয়ে নীতীশের জেডিইউ জিতেছে ৮৫টি আসন। এই পরিস্থিতিতে বিজেপি-র কেউ মুখ্যমন্ত্রী হবেন বলে জল্পনা চলছিল। কিন্তু বিহারের হাওয়া বুঝে ভোটের আগে থেকেই নীতীশকে (Nitish Kumar) জোটের নেতা হিসেবে প্রচার করে এনডিএ। কিন্তু ভোটের আগে নীতীশের অসুস্থতা নিয়ে নানা গুজব ছড়ায়। বার্ধক্যজনিত কারণে নীতীশ নিজেও একসময় সক্রিয় রাজনীতি থেকে সরে আসতে চাইছিলেন। এনডিএ-র অন্দরেও বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়।

যদিও বিহারের নির্বাচনের প্রচারের সময় নীতীশ জমানায় বিহারের উন্নতির খতিয়ান তুলে ধরে এনিডিএ। তবে, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তাঁকে বেছে নেওয়া হয়নি। প্রশ্ন ছিল, তা হলে কি নীতীশকে মুখ্যমন্ত্রী করতে চাইছে না এনডিএ? ভোটে জেতার পরেও এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে জেডিইউ প্রথম থেকেই নীতীশকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরেই প্রচার করেছে।
আরও খবরভারতে ফিরতেই এনআইএর হাতে গ্রেফতার লরেন্স বিষ্ণোইয়ের ভাই!

বৃহস্পতিবার দশমবার বিহারের (Bihar Assembly) মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন নীতীশ কুমার। পটনার গান্ধী ময়দানে শপথগ্রহণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেডিইউ প্রধানকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিলেও দুই উপমুখ্যমন্ত্রী পদ নিজের দখলেই রাখছে গেরুয়া শিবির। নীতীশের সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন সম্রাট চৌধরি ও বিজয় সিন্‌হাও। তবে মন্ত্রিসভায় আর কারা জায়গা পাবেন, তা এখনও স্পষ্ট নয়। এদিকে বিজেপি, জেডিইউ ছাড়াও ১৯টি আসন জিতেছে চিরাগের দল। মন্ত্রিত্বের দাবি করেছেন চিরাগ পাসোয়ান। তিনি জানিয়েছেন, তাঁর দল LJP (রামবিলাস) সরকারে থাকবে।

Related articles

ট্রেকিংয়ে গিয়ে রহস্যমৃত্যু কাস্টমস অফিসারের

ট্রেকিংয়ে গিয়ে রহস্যমৃত্যু আগরপাড়া চার নম্বর মহাজাতিনগরের বাসিন্দা সুমন দেবনাথের। গত শুক্রবার সিকিমের গোয়েচা লা ট্রেকিংয়ে যাওয়ার জন্য...

RG Kar কাণ্ডে কলকাতা পুলিশের তদন্তেই আস্থা! চিকিৎসকদের রক্ষাকবচের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের তদন্তে কলকাতা পুলিশের উপরেই পূর্ণ আস্থা রাখল সুপ্রিম কোর্ট। বুধবার...

বড় সাফল্য কলকাতা পুলিশের! ৭৯ লক্ষের সাইবার প্রতারণায় রাজকোট থেকে গ্রেফতার ৩

মোদি-রাজ্য গুজরাত থেকে সাইবার প্রতারণায় অভিযুক্ত অর্থনীতির শিক্ষক-সহ তিনজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের নাম করে...

মাদ্রাসা নিয়োগে রাজ্যকে এড়ানো? নথি তলব সুপ্রিম কোর্টের

রাজ্যের বিভিন্ন প্রান্তের মাদ্রাসায় শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগে পশ্চিমবঙ্গ সরকারকে কীভাবে এড়ানো হল—তা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম...
Exit mobile version