দেবীপক্ষের দ্বিতীয়া তিথিতে অসুর বৃষ্টির দাপটে কার্যত বিপর্যস্ত শহর কলকাতা। একাধিক জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর মিলেছে। রিপোর্ট অনুযায়ী, নেতাজিনগর, কালিকাপুর, একবালপুর,বালিগঞ্জ প্লেস, বেনিয়াপুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে পথ চলতি মানুষের। জল জমে থাকার কারণে দেহ উদ্ধারেও সমস্যা হচ্ছে। এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

হাওয়া অফিস আগেই অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। সেইমতো সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৪টে পর্যন্ত নিকাশি পাম্পিং স্টেশন ভিত্তিক বৃষ্টিপাতের পরিমাপ অনুযায়ী, মানিকতলায় বৃষ্টি হয়েছে ১৪৭ মিমি, কামডহরি এলাকায় বৃষ্টির পরিমাণ ২৪৫ মিমি। তপসিয়া, বালিগঞ্জ বৃষ্টির পরিমাণ ২৪০ মিমির ওপরে। উল্টোডাঙা, কাঁকুড়গাছি এলাকাও জল থৈ থৈ অবস্থা। জলে ডুবেছে উত্তর কলকাতাও। দুর্যোগের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেতাজি নগরের এক সাইকেল আরোহী, বেনিয়াপুকুরে ফল বিক্রেতার মৃত্যু হয়েছে। বাকি তিন জায়গায় তিন মৃত্যুর খবর মিললেও বিস্তারিত জানা যায়নি। ডুয়ার্সের ওদলাবাড়িতে বাজ পড়ে একজনের মৃত্যুর খবর এসেছে।

–

–

–

–

–

–

–

–
–