Tuesday, November 18, 2025

শহরের ৫ কিমি উপরে ছিল মেঘ! ৩৯ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টি, ঘোষণা আবহাওয়া দফতরের

Date:

আবহাওয়ার পরিবর্তনে মেঘ ভাঙা বৃষ্টি ভারতের এক নতুন দুর্যোগ। প্রবল জলীয় বাষ্পপূর্ণ মেঘ মাটির খুব কাছে এসে অল্প সময়ের মধ্যে যে প্রবল বৃষ্টি ঘটাচ্ছে, তাকেই আবহাওয়াবিদরা মেঘ ভাঙা বৃষ্টি বলছেন। নিম্নচাপের (depression) জেরে জেরবার বঙ্গে বর্ষা বিদায়ের পরেও রেহাই নেই বৃষ্টির। আর সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত যে বৃষ্টি হয়েছে, তাকে আবহাওয়া দফতর সেপ্টেম্বর মাসের ৩৯ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টি বলেই জানাচ্ছে।

আবহাওয়া দফতর মঙ্গলবার সকাল পর্যন্ত চলা দুর্যোগের জেরে জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প কলকাতা ও তার চারপাশে পুঞ্জীভূত হয়েছিল। যার জেরে মূলত সোমবার রাত ২.৩০ মিনিট থেকে ৫.৩০ মিনিট পর্যন্ত প্রবল বৃষ্টি হয়েছে। তিন ঘণ্টা বা পাঁচ ঘণ্টায় একই জায়গায় এতটা বৃষ্টি সেরকম হয় না।

তার কারণ হিসাবে আবহাওয়া দফতর জানাচ্ছে। যে মেঘ শহর ও শহরতলির উপর পুঞ্জীভুত হয়েছিল তা ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিমি উপরে ছিল। ফলে বৃষ্টির তীব্রতা বেশি ছিল। স্পষ্টভাবে মেঘ ভাঙা বৃষ্টির নাম উল্লেখ না করলেও এই বৃষ্টি যে মেঘ ভাঙা বৃষ্টি, তা আবহাওয়া দফতরের বক্তব্যে স্পষ্ট।

তবে সেপ্টেম্বর মাসের বৃষ্টির পরিসংখ্যা বলছে সোমবার রাতের বৃষ্টি তৃতীয় সর্বোচ্চ বৃষ্টি। সেপ্টেম্বর মাসের পরিসংখ্যান:
১৯৭৮ সালে – ৩৭৯.৬ মিমি
১৯৮৬ সালে – ২৫৯.৫ মিমি
২০২৫ সালে – ২৫১.৪ মিমি

আরও পড়ুন: জলমগ্ন শহরে নতুন দুর্যোগের আশঙ্কা! কী শোনাচ্ছে আবহাওয়া দফতর

রাজ্যে বর্ষাকাল ও অন্যান্য সময় মিলিয়ে সোমবার রাতের বৃষ্টিকে আবহাওয়া দফতর অবশ্যই প্রথম দশে রাখছে। সব মিলিয়ে পরিসংখ্যান অনুযায়ী এটি ষষ্ঠ সর্বোচ্চ বৃষ্টি:
১৯৭৮ সালে – ৩৬৯.৬ মিমি
১৯০৮ সালে – ৩০৩.৫ মিমি
১৯৮৪ সালে – ২৮৯.৯ মিমি
১৯৮৬ সালে – ২৫৯.৫ মিমি
১৮৮৮ সালে – ২৫৩.০ মিমি
২০২৫ সালে – ২৫১.৪ মিমি

Related articles

কার সঙ্গে বিরোধ? এক নেতার নামে অভিযোগ করে নতুন দল গড়ছেন হুমায়ুন কবীর!

ঘুড়ির সুতো ছাড়ার মতো মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে প্রায় যা খুশি বলার ছাড় দিয়ে রাখা হয়েছে। তাতেই...

চওড়া হবে শহরের রাস্তা: যানজট নিয়ন্ত্রণে পুরসভার বড় সিদ্ধান্ত

শহরের যানজট এড়াতে কলকাতা মেট্রোর ভরসায় অফিস যাতায়াত করেন কলকাতা ও শহরতলি থেকে আসা মানুষ। স্কুল-কলেজের পড়ুয়াদেরও বড়...

কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ আনন্দ বোসের! চিঠি মানেই FIR নয়: পাল্টা তোপ তৃণমূল সাংসদের

রাজভবনে বোমা-বন্দুক মন্তব্যের জেরে এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন রাজ্যপাল সিভি আনন্দ...

রাজ্যে আরও কর্মসংস্থানের সম্ভাবনা: ৯ হাজার কোটি টাকা বিনিয়োগ রঘুনাথপুর শিল্পতালুকে

রঘুনাথপুরে (Raghunathpur) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে গড়া জঙ্গলসুন্দরী কর্মনগরীতে আসতে চলেছে আরও ৯ হাজার কোটি টাকা...
Exit mobile version